মধ্যবিত্ত পরিবারের মধ্যে যাদের বেড়ে ওঠা, তারা প্রায় সবাই একই ধরনের কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে। যেমন পানি দিয়ে যে সসের পরিমাণ বাড়ানো যায়, এটা আপনি কোনদিনই জানবেন না, যদি না আপনি কোন মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে থাকেন। আজ তাই বাংলাদেশি মধ্যবিত্ত পরিবারের অলিখিত নিয়মগুলো একটু জানবো।
১. ফ্যান অফ করে দেওয়াই হচ্ছে ঘুম থেকে ওঠার অ্যালার্ম
via GIPHY
২. টুথপেস্ট, শ্যাম্পু আর সস পানি দিয়ে বাড়ানো যায়
via GIPHY
৩. বড় ভাইবোনদের জামাকাপড় উত্তরাধিকার সূত্রে ছোট ভাইবোনরাই পায়
via GIPHY
৪. শুক্রবার হচ্ছে বিরিয়ানি বা পোলাও দিবস
via GIPHY
৫. রিমোট প্লাস্টিকের মধ্যেই থাকবে, কারণ এটাই সাইন্স
via GIPHY
৬. আইসক্রিমের বক্সে কখনও আইসক্রিম নয়, বরং মশলাই খুঁজে পাওয়া যাবে
via GIPHY
৭. আজকের নিউজপেপার আগামী দিনের টেবিল, আলমারি, শোকেস ম্যাট
via GIPHY
৮. রিমোট নষ্ট হলে ব্যাটারি চেঞ্জ নয়। রিমোটকে থাপ্পড় মারতে হবে
via GIPHY
৯. পলিথিন ব্যাগে আরো পলিথিন ব্যাগ স্টোর করা যায়
via GIPHY
১০. গেস্টরা এলেই কেবল স্পেশাল ডিনার সেট বের করতে হয়
via GIPHY
১১. সাবান ছোট হয়ে এলে নতুন সাবানের সাথে জোড়া লাগিয়ে দিতে হয়
via GIPHY
১২. রেস্টুরেন্টে খেতে গেলে যদি খাবার বেঁচে যায়, তবে তা পার্সেল করে বাসায় নিয়ে আসতে হয়