পরিবারের একমাত্র সন্তান হওয়ার অনেকগুলো সুবিধা আছে, যেমন আপনার খাবার বা অন্য কোন কিছুই কারো সাথে ভাগাভাগি করতে হয় না। তারপর বাবা-মায়ের সব অ্যাটেনশন আপনি একাই পান। তবে বেশকিছু অসুবিধাও আছে সাথে সাথে। কারণ ছোটবেলাটা আপনার মোটামুটি একাই কেটেছে, খেলার জন্য সাথে কাউকে পাননি, আর ভাইবোন থাকলে খারাপ হতো না এসব ভেবেও মাঝেমধ্যে একটু ইমোশনাল হয়ে যেতেন।
১. সব অ্যাটেনশন একদম আপনার দিকেই থাকে
via GIPHY
২. “আরে সব কিছুতো তোরই” ছোটকাল থেকে এটা শুনে শুনেই বড় হয়েছেন
via GIPHY
৩. কারো সাথে কিছু শেয়ার করতে হয় না
via GIPHY
৪. কিন্তু ছোটকালে খেলার জন্যেও বাসায় কেউ ছিল না
via GIPHY
৫. মাঝেমধ্যে এটাও ভাবেন, ভাইবোন থাকলে খুব একটা খারাপ হতো না
via GIPHY
৬. একা থাকতে থাকতে পার্সোনাল স্পেস নিয়ে আপনি বেশ খুঁতখুঁতে
via GIPHY
৭. ভাইবোন আছে এমন অনেক বন্ধুবান্ধব আপনাকে হিংসে করে
via GIPHY
৮. বাবা-মার সব স্বপ্ন আপনাকে ঘিরেই, তাই মানসিক চাপও একটু বেশি