in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

মিংগেলদের মাঝে যদি একাই সিঙ্গেল হয়ে থাকেন তবে এই ১০টি ব্যাপার অবশ্যই রিলেট করতে পারবেন

সিঙ্গেল হওয়াটা দোষের কিছু নয়, তবে একগাদা মিঙ্গেল বন্ধুদের মাঝে, সিংগেল হওয়াটা শুধু দোষই নয়, একপ্রকার পাপও। এরকম কষ্ট শুধুমাত্র তারাই বুঝবেন, যারা নিজের সার্কেলের একমাত্র সিঙ্গেল। আজ সেইসব সিঙ্গেল ভাইদের উৎসর্গ করে আমাদের এই তালিকা, আমরা জানবো, বন্ধুমহলে একমাত্র সিঙ্গেল হলে যে ঘটনাগুলো আপনার সাথে ঘটবেই ঘটবে।

১. গ্রুপের কাপলদের একমাত্র ফটোগ্রাফার

via GIPHY

 

২. বন্ধুদের কাছে আপনি একজন লিটন। সেই সুবাদে আপনার ফ্ল্যাটটা, লিটনের ফ্ল্যাট

via GIPHY

 

৩. নিজে সিঙ্গেল থাকলেও, লাভগুরুর মতো বন্ধুদের প্রেমের ঝামেলা মেটাতে হয়

via GIPHY

 

৪. বন্ধুদের সঙ্গীরা, নিজের সঙ্গীর চেয়ে আপনাকে বেশি বিশ্বাস করে

via GIPHY

 

৫. কোথাও লং ট্রিপে গেলে, আপনি হাসানের “একাকী” গানটার মতোই একাকী হয়ে যান

via GIPHY

 

৬. আড্ডায় সব জোকসগুলো ঘুরেফিরে আপনার সিংগেল থাকা নিয়েই হয়

via GIPHY

 

৭. গেট-টুগেদার হলো আপনার সবচেয়ে অপছন্দের কাজগুলোর একটি

via GIPHY

 

৮. আপনার বন্ধুদের কাপল ছবিতে আপনাকে “কাবাব মে হাড্ডি” টাইপ দেখা যায়

via GIPHY

 

৯. নিজে প্রেম না করেও প্রেমের যাবতীয় জ্ঞান আশপাশ থেকেই আহরণ করে নিতে পারেন

via GIPHY

 

১০. রেস্টুরেন্ট সবাই একসাথে খেতে গেলে, আপনার জন্য বেজোড় সংখ্যার একটা গ্যাঞ্জাম লেগে যায়

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

প্রিয় মীনা কার্টুনের টেমপ্লেটে ১০টি তরতাজা মিম

যে ১০টি এলোমেলো ব্যাপার নিয়ে আমরা সবাই কখনো না কখনো চিন্তা করি