in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যারা পানির চেয়ে বেশি কোক খায় তাদের জীবনের ৮টি রিলেটেবল ঘটনা

আমাদের কাছে যেকোনো কোমল পানীয়-যার রং কালো সেটির নামই কোক! আবার যারা কোমল পানীয় ভালোবাসেন তাদের মধ্যেও দুইটি আলাদা দল আছে, একদল সাদা পানীয় (সেভেন আপ, স্প্রাইট) পছন্দ করে। আর অন্য দল কোক (কোকাকোলা, পেপসি, মোজো) ইত্যাদি। আপনিও কি সেই দলের? তাহলে এই ৮টি ঘটনা আপনার জীবন থেকেই নেয়া।

১. রুমের ভিতর ৩/৪ টা খালি কোকের বোতল সবসময় খুঁজে পাওয়া যায়

via GIPHY

 

২. দোকানে ঠান্ডা কোক না পেলে মনটাই ভেঙে যায়

via GIPHY

 

৩. সবাই সারাক্ষন “কোক স্বাস্থ্যের জন্য কতটা খারাপ” তার জ্ঞান ঝাড়তে থাকলেও আপনি পাত্তা দেন না

via GIPHY

 

৪. আপনি যেকোনো খাবারের সাথেই কোক খেয়ে থাকেন, সেটা কাচ্চি হোক কিংবা নুডুলস

via GIPHY

 

৫. রেস্টুরেন্টে গিয়েই আপনি কোক অর্ডার করেন, তারপর খাবার

via GIPHY

 

৬. বাজারে নতুন কোনো ড্রিংক আসলে সবাই ট্রাই করার জন্য হলেও একবার খায়, তবে আপনি কখনো কোনো রিস্কই নেন না। কোক মানে শুধুই কোক

via GIPHY

 

৭. আপনি ছোটবেলার ১০টাকার কাঁচের বোতলের কোক খাওয়া অনেক বেশি মিস করেন

via GIPHY

 

৮. ডায়েট কোক নামক জিনিসটা আপনি দুই চোখে দেখতে পারেন না, আপনার মনে হয় ওটা কোক নামের কলঙ্ক

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

দেশি রেস্টুরেন্টগুলোতে আমরা যে কতটা প্রিভিলেজড তা আমরা নিজেরাও জানি না

যে ৮টি বিশেষ গুন প্রমাণ করে ডিপজল একজন সর্বগুনসম্পন্ন সব্যসাচী