আমার বন্ধু মহলের আলু হলাম আমি। কি বুঝতে পারেননি? আলু বলতে সেই ব্যক্তিটিকেই বোঝায়, যার নিজের কোনো স্পেশাল গুন নেই, সবার সাথে থাকতেই যার ভালো লাগে। এরা অন্যদের তেমন কাজে না আসলেও, সবাই এদেরকে ভালোবাসে। ছোটবেলা থেকেই আমি ট্যালেন্ট-লেস মানুষদের গ্রুপেই ছিলাম, এখনো তা-ই আছি। আর তাই বন্ধুরা যখন নিজেদের বিভিন্ন ট্যালেন্ট এক্সপ্লোর করায় ব্যস্ত, আমি তখন সারাদিন নিজেকে কোনোভাবে আহত না করেই খুশি। আপনিও যদি একই দলের লোক হয়ে থাকেন, যারা কিনা প্রায়ই মনে করেন নিজের ট্যালেন্টের ডিব্বা একদম খালি, তাদের জন্য আজকের এই তালিকা।
১. বন্ধুরা একসাথে আড্ডা দেয়ার মাঝে যখন কেউ গান গায়, কেউ সুর মিলায়, কেউ গিটার বাজায় তখন আপনি শুধু হাততালি দিতে পারেন
via GIPHY
২. আপনার সব বন্ধুদের ইনস্টাগ্রাম প্রচন্ড এস্থেটিক, অপর দিকে আপনি নিজের সেলফিটাও ঠিক মতো তুলতে পারেন না
via GIPHY
৩. স্কুল লাইফে আপনার সব বন্ধুরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার পেলেও আপনি কখনো কিছুই পাননি
via GIPHY
৪. বিভিন্ন অফিসিয়াল ফর্ম পূরণের সময় যখন আপনি নিজের স্কিল সম্পর্কে লিখেন, তখন আপনার মনে মনে ব্যাপক হাসি পায়। কারণ আপনি জানেন যে এগুলো সবই মিথ্যা
via GIPHY
৫. আপনার অন্যান্য বন্ধুদের মেকআপ স্কিল দেখলে আপনি টাস্কি খান। কারণ আপনি যখন নিজে নিজে সাজতে বসেন, আপনাকে দেখতে ভূতের মতো লাগে
via GIPHY
৬. ছোট খাটো সব কাজের জন্যই আপনার বন্ধুদের কাছ থেকে হেল্প নিতে হয়
via GIPHY
৭. আপনার বন্ধুরা youtube দেখে দেখে অনেক কিছু শিখছে, অথচ আপনি দেখে দেখে আরো বেশি ভুল করেন
via GIPHY
৮. আপনার রান্না করার স্কিল সবচেয়ে খারাপ, তার উপর রান্না করতে গিয়ে প্রায়ই বাসায় ছোটোখাটো আগুন ধরিয়ে ফেলেন আপনি