হাত ঘেমে যাওয়ার জন্য পরীক্ষার খাতায় লিখতে না পারা কিংবা পা ঘেমে যাওয়ার জন্য জুতা পিচ্ছিল কাদা কাদা হয়ে যাওয়ার যন্ত্রণা কেবল তারাই বুঝবে যাদের হাত পা ঘামতে থাকতে। এমনকি কারো সাথে হাত মেলানোটাও তাদের জন্য রীতিমতো যুদ্ধের সমান।
১. প্রতিবার আপনার সাথে হাত মেলানোর পর অপরদিকে মানুষ এবং আপনি দুজনই একটু বিব্রত হয়ে যান
via GIPHY
২. পরীক্ষার সময় হাত ঘেমে যাওয়ায় তাড়াতাড়ি লিখতে পারেন না
via GIPHY
৩. শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সারাবছরই জুতা পড়লে আপনার পা ঘেমে একদম কাঁদা কাঁদা হয়ে যায়
via GIPHY
৪. বন্ধু-বান্ধবরা আপনার সাথে সহজে হাত মিলাতে চায় না
via GIPHY
৫. ঘামের জন্য স্যান্ডেল ছিঁড়ে যাওয়া আপনার দৈনন্দিন ব্যাপার
via GIPHY
৬. মোবাইল স্ক্রল করতে গিয়েও বারবার হাত মুছতে মুছতে বিরক্ত হয়ে যান
via GIPHY
৭. কাছের বন্ধুরা আদর করে আপনাকে “নায়াগ্রা ফলস” এই জাতীয় নামে ডাকে
via GIPHY
৮. বিপদে আপদে পড়লে ঝেড়ে দৌড়ও দিতে পারেন না
via GIPHY
৯. অপরিচিত বা নতুন পরিচিত কেউ হাত মেলাতে চাইলে একদম বিপদে পড়ে যান
via GIPHY
১০. মোবাইল আনলক করতে বা অফিসের অ্যাটেনডেন্স সবখানেই আপনাকে ব্যাপক যুদ্ধ করতে হয়