যদি আমাদের দেশের মানুষের গড় আয়ু বিবেচনা করি, তাহলে বয়স ২৫ হয়ে যাওয়া মানে আপনার জীবনের এক তৃতীয়াংশ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর এই সময়টা এমন যে মনে হয় মাত্র কিছুদিন আগেই ২০ বছর বয়সটা রেখে এলাম আর মাত্র কিছুদিন পরেই আবার ৩০ এর কোটায় পৌঁছে যাব? এই দোলাচলের মধ্যে থাকতে থাকতে অনেকগুলো বিষয় জীবনের অংশ হয়ে যায়, আজ সেগুলো নিয়েই কথা বলবো!
১. বিয়ে না করে থাকলে আশপাশ থেকে বিয়ে করার জন্য প্যারা দিবে
via GIPHY
২. “চুল পড়া”এর থেকে বড় দুঃস্বপ্ন আর কিছু হতে পারে না
via GIPHY
৩. আপনার এখন একা থাকতেই ভালো লাগে
via GIPHY
৪. হইহুল্লোড় না, একসাথে বসে ৩/৪ জন বন্ধু মিলে আড্ডা দিতেই ভালো লাগে
via GIPHY
৫. “ব্যাকপেইন” আরেক দুঃস্বপ্নের নাম
via GIPHY
৬. খাওয়া দাওয়ার সময় এখন একটু চিন্তা ভাবনা করে খেতে হয়
via GIPHY
৭. ছুটির দিন মানে এখন সারাদিন ঘুমানোর দিন
via GIPHY
৮. বাজারে গিয়ে কেনাকাটা করতে এখন আর খুব একটা বিরক্ত লাগে না
via GIPHY
৯. চাকরি-বাকরিতে না ঢুকলে বাসায় রোজ বাবার কাছে শুনতে হবে “কি করবে কিছু ভাবলে?”
via GIPHY
১০. আর মাত্র ৫ বছর পরেই আপনার বয়স ৩০ হয়ে যাবে ভাবলেই ঘুম হারাম হয়ে যায়