পড়াশুনা, কাজ কিংবা স্থায়ী বসবাসের জন্য অনেকেই পাড়ি দেন বিদেশে। আর যারা নিজ দেশ ছেড়ে অন্যত্র চলে যায়, তাদের একটা সময় ভয়ানকভাবে দেশের কথা মনে পড়তে থাকে। বিশেষ করে একজন বাঙালি হিসেবে একদম বেসিক কিছু বিষয়, যেগুলো জীবনের সাথে একদম ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলো সেগুলোর মূল্য বাংলাদেশে থাকাকালীন না বুঝলো, ভিনদেশে গেলে ঠিকই টের পাওয়া যায়।
১. রাস্তার পাশে কিংবা টংয়ের দোকানের আড্ডা
via GIPHY
২. মাছ ভাত, বিশেষ করে সর্ষে ইলিশ। উফ!!
via GIPHY
৩. রাস্তায় গাড়িঘোড়ার আর আশপাশের মানুষের গমগম আওয়াজ
via GIPHY
৪. সিজনের সময় ভরপুর আম খাওয়া
via GIPHY
৫. পহেলা বৈশাখ, ঈদ, পূজা
via GIPHY
৬. ফুচকা, সিঙ্গারা, ভেলপুরির মত সব স্ট্রিটফুড
via GIPHY
৭. রিকশায় চড়া
via GIPHY
৮. নানান ডিজাইনের পিঠা আর মিষ্টান্ন