রাইটারের সাথে প্রেম করতে যাচ্ছেন বা করছেন, তাদের সামলানো কিন্তু এত সহজ বিষয় নয়। অন্য সবাই যেখানে ডেট করতে রেস্টুরেন্টকে বেছে নিবে, সেখানে তাদের প্রথম পছন্দ থাকবে কফিশপ কিংবা রাস্তার পাশের কোনো চায়ের দোকান। তাছাড়া জামা কাপড় বা আউটলুক নিয়ে তাদের তেমন কোন মাথা ব্যাথাই নেই, মানে হাতের কাছে যেটা পায় সেটাই পরে বের হয়ে যায়। তাই কোন রাইটারের সাথে প্রেম করার আগে মানসিক প্রস্তুতির জন্য যে বিষয়গুলো জরুরি, তা নিয়েই আমাদের আজকের তালিকা।
১. কষ্ট লাগলেও এটা মেনে নিতে হবে যে তাদের বড় ভালোবাসা কিন্তু আপনি না, বরং বই আর লেখালেখি
via GIPHY
২. তারা যেহেতু By born romantic! তাই দিনের যখন তখন রোমান্টিসিজমে বিরক্ত হওয়া চলবে না
via GIPHY
৩. অন্যরা ডেট/আউটিংয়ের জন্য রেস্টুরেন্টে গেলেও, আপনাদেরগুলো হবে কফিশপ, বইয়ের দোকান কিংবা রাস্তার পাশের ছোট্ট কোনো টংয়ের দোকানে
via GIPHY
৪. তাদের ইমোশনাল স্টেট কিন্তু একদম রোলার কোস্টারের মত। তাই মাথায় লেখা না আসলেই স্বাভাবিক কাজেও এরা তালগোল পাকিয়ে ফেলতে পারে। সুতরাং বুঝতেই পারছেন।
via GIPHY
৫. আপনাকেই তার সবচেয়ে বড় ক্রিটিক হতে হবে। তাই ধৈর্য নিয়ে একটু আধটু পড়াশুনা আপনাকেও করতে হতে পারে।
via GIPHY
৬. মাঝেমধ্যে তারা হয়তো সবকিছু থেকে (এমনকি আপনার থেকেও) নিজেকে দূরে সরিয়ে স্পেস চাইবে। তাতে আবার রাগ করলে চলবে না।
via GIPHY
৭. লেখালেখির মাঝে বিরক্ত করার জন্য তীব্র ঝাড়িও খেয়ে বসতে পারেন
via GIPHY
৮. আপনার সম্পর্কে সে কি ভাবে, সেগুলো তার মুখ থেকে নয়, তার লেখা থেকে বেশি জানতে পারবেন
via GIPHY
৯. জামাকাপড় বা আউটলুক নিয়ে তাদের খুব একটা প্যারা নেই, এমনকি খুব একটা পছন্দও না। তাই অন্যদের সাথে পাল্লা দিয়ে তাকে এসব করতে বললে, বরং হিতে বিপরীত হতে পারে।