in

ভাল্লাগসেভাল্লাগসে

এই কোয়ারান্টিনে যে ৮টি কাজ একবারের জন্যে হলেও ট্রাই করা উচিত

লকডাউনের কারণে সবাই নিজ বাসায় বসে বিনোদনের নতুন নতুন উপায় খুঁজছে। কেউ সারা দিন রাত শুয়ে-বসে কাটিয়ে দিচ্ছে, আবার কেউ কেউ নেটফ্লিক্সে ডুব দিয়ে কাটিয়ে দিচ্ছে। লকডাউন হয়তো খুবই দ্রুত শেষ হয়ে যাবে, তাই এই অঢেল সময় পরিপূর্ণ ভাবে প্রোডাক্টিভ হয়ে কাজে না লাগাতে পারলেও, নিজের জন্য এবং পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য এই ৮টি কাজ একবার হলেও ট্রাই করতে পারেন –

১. একদিনের জন্য ল্যাপটপ বা ফোন থেকে নিজেকে দূরে রেখে, চারপাশ উপভোগ করা

via GIPHY

 

২. সারাদিন সেলফি বা নিজের ছবি না তুলে, এই সুযোগে পরিবারের অন্যদের কিছু ছবি তুলে রাখা

via GIPHY

 

৩. নিজের রুমে নতুন মেকওভার দেয়া

via GIPHY

 

৪. ছোটবেলার সেই বন্ধুগুলো, অনেকদিন ধরেই যাদের খোঁজ নেয়া হয় না, তাদের সাথে ছোটবেলার স্মৃতিগুলো নিয়ে গল্প করা

via GIPHY

 

৫. সকালে ক্লাস/অফিস নেই জেনেও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া

via GIPHY

 

৬. পরিবারের সবার সাথে বসে কোনো ফ্যামিলি শো দেখা

via GIPHY

 

৭. একদিন সারারাত জেগে থেকে, ভোরের আকাশ দেখা

via GIPHY

 

৮. পুরানো ফ্যামিলি অ্যালবাম বের করে, ছোটবেলার ছবিগুলো নিয়ে সবার সাথে আড্ডা দেয়া

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

রমজান মাস নিয়ে রিলেটেবল ৮টি উড়াধুরা মিম

রাতে ঘুম আসে না যাদের, এ ৭টি দুঃখ শুধুই তাদের