in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

এলাকার ক্রিকেট খেলায় যে ৮ ধরণের খেলোয়াড়ের দেখা আপনি পাবেনই

ক্রিকেট আমাদের বাংলাদেশিদের জীবনে অনেক বড় একটা বিষয়, মাঠের জাতীয় দলের খেলা হোক কিংবা এলাকায় গলির ক্রিকেট, সবগুলোতেই আমরা একটু বেশিই সিরিয়াস। তাই এদেশে বেড়ে ওঠা কিন্তু গলিতে ক্রিকেট খেলেনি এমন মানুষ বোধহয় খুব একটা খুঁজে পাওয়া যাবে না। আর ক্রিকেট খেলতে গিয়ে আমরা সবাই-ই মোটামুটি কমন কিছু চরিত্রের দেখা পাই, আজ তাদের নিয়েই এই লিস্ট-

১. ব্যাট ওনার – নিজের ব্যাট আছে বলে সব সময় আগে ব্যাটিং

via GIPHY

 

২. লাইফটাইম কিপার – অন্য যা কিছুই ভালো পারুক না কেন, এদের কিপিংই করতেই হবে

via GIPHY

 

৩. দুধভাত – না পায় ব্যাটিং না পায় বলিং, এরা শুধু পায় ফিল্ডিং

via GIPHY

 

৪. লাইফটাইম ক্যাপ্টেন – সাধারণত বড় ভাইরা এই রোল প্লে করে

via GIPHY

 

৫. বল ফাইন্ডার – বল চিপায় চাপায় হারানোর পর কেউ খুঁজে না পেলেও ইনি ঠিকই খুঁজে পায়

via GIPHY

 

৬. প্রেমিক ক্রিকেটার – শুধুমাত্র প্রেমিকার বাড়ির সামনের বাড়িতে খেললেই ইনি খেলতে আসেন

via GIPHY

 

৭. পক্ষপাতী আম্পায়ার – এরা খেলে কম আম্পায়ারগিরি করে বেশি এবং অবশ্যই তা নিজের টিমের হয়ে

via GIPHY

 

৮. গ্লাস ব্রেকার – এরা খেলতে নামলেই মানুষের বাড়ির গ্লাস কিংবা গাড়ির গ্লাস ভাঙ্গবেই

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

মুভি-সিরিজ না দেখা পাবলিকদের জন্য যে ৭টি ব্যাপার ভীষণ রিলেটেবল

যে ৭টি লক্ষণ প্রমাণ করে আপনি মীনা কার্টুনের মিঠুর মতো