আমাদের সমাজে নতুন এক রোগের নাম “এস্থেটিজম”, এখনকার দিনে একটু এস্থেটিক না হলে সমাজে টেকাই দায়। তাই এই প্রচেষ্টায় অনেকেই নিজের ভোল পাল্টে পুরোদস্তুর এস্থেটিক হওয়ার চেষ্টায় মশগুল। আলু ভর্তা দিয়ে ভাত খেলেও ফেসবুকে “ম্যাশড পট্যাটো খেয়েছি ফ্র্যাংস” বলতেই তাদের বেশি ভালো লাগে। আপনিও যদি এমন এস্থেটিক মানুষদের সাথে থেকে এস্থেটিক হতে চান, তবে আজ রইলো কিছু টিপস, যেগুলো আপনাকে সোস্যাল মিডিয়াতে এস্থেটিকদের খুঁজে বের করতে সাহায্য করবে।
১. নিজের প্রোফাইল পিকচারসহ আপলোড করা অন্যান্য ছবিতেও গানের ইউটিউব লিংক ক্যাপশন হিসেবে দেয়
via GIPHY
২. বিভিন্ন কবিদের উক্তি বা কবিতা প্রতিনিয়ত নিজের প্রোফাইলে পোস্ট বা শেয়ার দিতে থাকে
via GIPHY
৩. নিজের সব ছবিই হাল্কা গ্রেইনসহ ফিল্টার ব্যবহার করে পোস্ট করে
via GIPHY
৪. ভারী ক্যাপশনের সাথে বই আর কফি মগের ছবি পোস্ট করে
via GIPHY
৫. শহরের যে প্রান্তেই হোক, যেকোন এক্সিবিশনে তার চেকইন অবশ্যই থাকবে
via GIPHY
৬. প্রোফাইল বায়ো হোক কিংবা অন্যান্য পোস্টের মাধ্যমে নিজেকে সাপিয়োসেক্সুয়াল হিসেবে দাবি করবে
via GIPHY
৭. বিভিন্ন বড় বড় আর্টিস্টদের ছবি তাদের জন্ম এবং মৃত্যুদিবসে লাভ রিয়্যাক্ট দিয়ে শেয়ার করবে (তাদের কাজ আসলেই ফলো করে কিনা এ ব্যাপারে জিজ্ঞেস করতে যাবেন না কিন্তু, ব্লক দিয়ে দিবে)
via GIPHY
৮. এবং প্রোফাইলে বুকশপের একটা এস্থেটিক ছবি থাকবেই থাকবে