মাথা গরম করা মোটেও কাজের কথা না, কোন কারণে মাথা গরম হয়ে গেলে পরে নিজেই আবার সেটা নিয়ে আমরা হা-হুতাশ করি। অন্যকে মাথা ঠান্ডা রাখার জ্ঞান দিলেও কিছু কিছু পরিস্থিতি থাকে, যখন নিজেরাও চাইলে মাথা ঠান্ডা রাখতে পারি না
১. যখন বুয়া ঘর থেকে যাওয়ার সময় ফ্যান চালু করে যায় না
via GIPHY
২. যখন না বলে কেউ আমার জিনিসে হাত দেয়
via GIPHY
৩. যখন পরিবার নিয়ে কেউ উলটাপালটা কথা বলে
via GIPHY
৪. যখন বাসায় সবজি রান্না করা হয়
via GIPHY
৫. যখন কোন বন্ধু ৫ মিনিটের কথা বলে আধাঘন্টা দাড় করিয়ে রাখে
via GIPHY
৬. যখন কোন কিছু ডাউনলোড হতে হতে ৯৯% এসে ক্যান্সেল হয়ে যায়
via GIPHY
৭. যখন রিকশাওয়ালা মামা ডাবলেরও বেশি ভাড়া চায়
via GIPHY
৮. যখন ছুটির দিনেও কাজ করতে বলা হয়