in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

আপনি ইন্ট্রোভার্ট তাই আপনার জীবনে প্রেম নাই? তাহলে এই ১০টি টিপস আপনার জন্য

ইন্ট্রোভার্টরা এমনিতে হয় অন্তর্মুখী আর লাজুক স্বভাবের, কারো কথা বলতে গেলেও এদের কাছে তা রকেট সায়েন্সের থেকে কঠিন কাজ মনে হয়, আর সে জায়গায় যদি নতুন কারো সাথে সম্পর্কে জড়াতে হয়, সেটা তো রীতিমত এদের জন্য প্যানিক অ্যাটাকের থেকেও কোন অংশে কম নয়। আপনিও যদি এমন ইন্ট্রোভার্ট হন, আর প্রেম আপনার দরজায় কড়া নেড়ে যাচ্ছে এবং আপনি কিছু করতে পারছেন না, তবে নিজের টিপসগুলো আপনার জন্য।

১. প্রথমেই বন্ধু হওয়ার চেষ্টা করুন, বন্ধুত্ব ঠিকঠাক হলে নেক্সট লেভেলের দিকে আগাতে থাকুন

via GIPHY

 

২. আপনি কারো সাথে অনেকক্ষণ সময় কাটাতে পছন্দ না করলেও, চেষ্টা করুন একটু বাড়তি সময় কাটানোর

via GIPHY

 

৩. দুইজনেরই কমন ইন্টারেস্ট নিয়ে কথাবার্তা বলুন, তাহলে কথা বলার জন্য অনেক কিছুই পাবেন

via GIPHY

 

৪. একটু এক্সপ্রেসিভ হতে হবে, আপনি যতই ইন্ট্রোভার্ট হন না কেনো, একটু নিজেকে প্রকাশ না করলে হবে না

via GIPHY

 

৫. বন্ধুদের সাহায্য নিন, বন্ধুরাই এ সময় কিউপিডের ভূমিকা পালন করে

via GIPHY

 

৬. শুনতে হাস্যকর লাগলেও আয়নার সামনে দাঁড়িয়ে কি বলবেন প্র্যাক্টিস করে নিন, কারন “Practice makes a man perfect”

via GIPHY

 

৭. দেখা করতে হলে এমন একটা জায়গা ঠিক করুন, যেখানে আপনি একটু রিল্যাক্সড থাকবেন

via GIPHY

 

৮. যদিও অধিকাংশ ক্ষেত্রে এটা সম্ভব না, তবুও আরেকজন ইন্ট্রোভার্টকে ডেট করতে পারলে কিন্তু মন্দ হয় না

via GIPHY

 

৯. প্রশ্ন করার অভ্যাস তৈরি করুন, যত বেশি প্রশ্ন করবেন তত বেশি উত্তর পাবেন। আর তত বেশি কথা হবে, আর ঠিক তত বেশিই একজন আরেকজনকে জানবেন

via GIPHY

 

১০. আপনি যা তা থাকারই চেস্টা করুন, এক্সট্রোভার্ট সাজতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

অনলাইনে লুডো খেলার সময় যে ৯ টি ঘটনা আপনার সাথে ঘটবেই ঘটবে

এই করোনা পরিস্থিতি আমাদেরকে যে ৯টি শব্দ নতুন করে শেখালো