in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

দুধ চিনি বাড়িয়ে রং চা দিতে বলায় দোকানদার মামার মাইর খেলেন বাড্ডার টিপু

দুধ চিনি বাড়িয়ে রং চা দিতে বলায় চা দোকানদার মামার কাছে তুমুল মাইর খেয়েছেন বাড্ডার টিপু নামের এক তরুণ। জানা যায়, সকাল বেলা ঘুম থেকে উঠে বাসার নিচের টংয়ের দোকানে গিয়ে এমন আবদার করার পর দোকানদার মামা তাকে আন্ডারটেকার স্টাইলে মাইর দেন। এ ব্যাপারে জানার জন্য টিপু ভাইকে ফোন দিলে তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন- “এইডা কোন একটা কথা বলেন? দুধ চিনি বাড়ায়া একটু রং চা কি মানুষ খাইতে চাইতে পারে না? মানবতা আজ কুতায়? সামান্য এক চায়ের জন্য মামা আমাকে সুদির ভাই গ্যাঞ্জাম লাগাইতে আইসোত বলে, কি মাইরটা না দিল। আমি এর তীব্র প্রতিবাদ জানাই, আমাকে দুধ চিনি বাড়িয়ে রং চা না খাওয়ানো পর্যন্ত আমি অনশনে বসলাম।”

এদিকে চা দোকানদার মামাকে ফোন দিলে তিনি শুধু বলেন- “নো কমেন্টস!” পরবর্তীতে আমাদের প্রতিবেদক জানতে পারেন, চা দোকানদার এতটাই হতবাক হয়েছেন যে সেই ঘটনার পর থেকে তিনি তার বাক শক্তি হারিয়ে দিশেহারা হয়ে এদিক-সেদিক ঘুরছেন। তবে অন্যদিকে টিপু ভাইয়ের প্রতি সমবেদনা জানিয়ে তাকে দুধ চিনি বাড়িয়ে রং চা খাওয়ানোর ব্যাপারে সমর্থন জানিয়েছে “স্টার বাকস”#টেপো_বাই_উই_আর_উইথ_ইউ হ্যাশট্যাগ দিয়ে তারা এ ব্যাপারে টুইটও করেছেন।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ১০টি ঘটনার সাথে শুধুমাত্র বাড়ির বড় সন্তানরা রিলেট করতে পারবে

আপনার প্রেম কি একটু পুরোনো? তাহলে এই ৮টি ব্যাপার আপনার পরিচিত