in , ,

মাইরালামাইরালা

নাইট কিংয়ের হাত থেকে পৈতৃক নিবাস উইন্টারফেলকে বাঁচাতে এগিয়ে আসছে স্টার্ক পুত্র টনি স্টার্ক

এবার উইন্টারফেলকে নাইট কিং ও তার মৃত আর্মির হাত থেকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে টনি স্টার্ক। আয়রনম্যান নামে বহুল পরিচিত এই সুপারহিরো সম্প্রতি তার পৈতৃক নিবাস উইন্টারফেল সম্পর্কে অবগত হন। তিনি এও জানতে পারেন যে ওয়েস্টেরসের উত্তরের রাজ্যে অবস্থিত এই দূর্গ বিপদের মুখে। বড় দেয়াল ভেঙ্গে সবকিছু ধ্বংস করতে এখন উইন্টারফেল অভিমুখী নাইট কিং ও তার সেনাবাহিনী।

ইনস্টাগ্রামে কিছুদিন আগে তার স্টোরি দেখে জানা যায়, অ্যাভেঞ্জারস টাওয়ারে নিজের অফিস কক্ষে কাজ করার সময় র‍্যাভেন ব্যবহৃত Automated Kaua Messaging বা একেএম আবিষ্কার করেন টনি স্টার্ক। সিস্টেমটি চালু করার পরই তিনি উইন্টারফেলের ডিসট্রেস কল পান।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উইন্টারফেলকে বাঁচানোর ইচ্ছা ব্যক্ত করেন নিজেকে এখন লর্ড স্টার্ক দাবি করা টনি। তিনি এসময় বলেন, “আপনারা জানেন আমি আয়রন ম্যান। কিন্তু আমার জন্ম নাম অ্যান্থনি এডওয়ার্ড স্টার্ক। আমি হাউজ স্টার্কের একজন সন্তান। উইন্টারফেলের এই বিপদের সময় আমি ঘরে বসে থাকতে পারিনা। ওখানকার কয়েকজন, ওইড্যানি, জন, টিরিয়ন এদের সাথে কথা হয়েছে, সমস্যা নেই, দেখছি আমি ব্যাপারটা। নাইট কিংএর বর্শার চেয়ে আমার হ্যান্ড ব্লাস্টার্স অনেক কার্যকরী। আমি এখনও উইন্টার ফেল যাওয়ার রাস্তাটা খুঁজে পাইনি।প্যারা নাই, দুয়েক দিন লাগবে আরকি। নাইট কিং আসতে দেরি আছে। ওর পায়ে তো রকেট লাগানে নাই, আমার পায়ে আছে। আমার নাম টনি স্টার্ক, আমি আয়রন ম্যান।”

উইন্টারফেল রক্ষা করার পাশাপাশি ওয়েস্টেরসের সাত রাজ্য দখল করার পরিকল্পনা সম্পর্কেও সবাইকে জানান টনি স্টার্ক। এ সময় নিজেকে আয়রন থ্রোনের সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে দাবি করেন তিনি। টনি বলেন, “এইসব তলোয়ার, হাতুড়ি দিয়ে যুদ্ধ করা মানুষজনকে দখল করা আরকি এমন ব্যাপার? ড্রাগনগুলোকে একটা করে বোম মেরে দিলেই হবে। আর শুনলাম ঐ সিংহাসনের নাম নাকি আয়রন থ্রোন। আরে তাহলে তো ওটা আমারই সিট, আমার নামে নাম। আমার নাম টনি স্টার্ক, আমি আয়রন ম্যান। #ForTheThrone”

শেষ খবর পাওয়া পর্যন্ত এন্টার্কটিকায় অবস্থান করছিলেন টনি স্টার্ক। সেখান থেকেই উইন্টারফেল যাওয়ার রাস্তা শুরু বলে মনে করছেন তিনি৷

What do you think?

Leave a Reply

ওয়াসার স্বপ্নে পাওয়া বিস্ময়কর আবিষ্কার পরশপানি; যা তৃষ্ণা মেটাবে, পূরণ করবে পুষ্টি চাহিদাও

ঢাকা ওয়াসার পানি যদি শতভাগ সুপেয় হয় তাহলে বাকি যে ৭টি জিনিসও শতভাগ ঠিকঠাক আছে