ব্যানারে গরুর হাট লিখবে নাকি গোরুর হাট এ নিয়ে বরিশালে দুই দলের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। জানা যায়, বাংলা একাডেমী গরু বানানকে গোরু বানিয়েছে এই গুজবকে কেন্দ্র করে গরুর হাটের ব্যানার বানানোর সময় দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয়। গরুর মাংসের ঝোল আর পরোটা খাওয়ানোর শর্তে সংঘর্ষে জড়িত গোরু গ্রুপের একজন আমাদের বলেন- “বাংলা একাডেমী যেখানে বানাম চেঞ্জ করে দিয়েছে সেখানে ওরা কি করে বানাম বুল করতে পারে, আমরা কোনভাবেই এমনটা হতে দিতে পারি না। যারা বানাম পারে না, তারা অশিক্ষিত।”
তবে নাম না প্রকাশ করার শর্তে আমরা কালাভুনা পাগল (আকাপ) এর একজন সদস্য বলেন “কিয়েক্টাবস্তা বলেন তো, গরু হোক আর গোরু হোক, গোরুর মাংসের ট্যাশ চেঞ্জ না হইলেই তো হইলো, পোলাপান কি বেহুদা গ্যাঞ্জাম করে, মাংস খাওয়া দরকার মাংস খা।”
তবে এই বানান বিভ্রাটকে কেন্দ্র করে বরিশালে এখনও তুমুল উত্তেজনা বিরাজ করছে বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি। এদিকে এলাকাবাসী জানিয়েছেন যেকোন সময় গরু এবং গোরুরা একে উপরের উপর ঝাঁপিয়ে পড়তে পারে বলে তারা ভয়ানক আতংকে দিন কাটাচ্ছেন।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।