আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনের মশাদের মধ্যে আজ তুমুল সংঘর্ষ হয়েছে। মূলত মশার ওষুধ দিলে দক্ষিনের মশারা উত্তরে আর উত্তরে মশারা বারবার দক্ষিনে যাওয়া আসা নিয়েই এই ঘটনার সূত্রপাত। আজ বিকালে উত্তর সিটি কর্পোরেশনের উত্তরায় মশার ওষুধের তাড়া খেয়ে দক্ষিন থেকে দলে দলে মশা উত্তরায় সমবেত হওয়া শুরু করলে উত্তরের মশারা দক্ষিনের মশাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক মশার ওষুধওয়ালা আংকেল কে জিজ্ঞেস করলে তিনি আমাদের বলেন- “আমি সে সময় মশার ওষুধ দিচ্ছিলাম এমন সময় দেখি পুরো এলাকাজুড়ে ঝাঁকে ঝাঁকে মশা। সে কি মশারে ভাভাগো ভাভা। রীতিমত ভয়ংকর গ্যাঞ্জাম এসময় কিছু মশাতো সুদির ভাই তুই গ্যাঞ্জাম লাগাইসোত বলে আমার উপরও ঝাঁপিয়ে পড়ে”।
এ ঘটনায় মশাদের নিয়ন্ত্রনের জন্য শুধু মশার ওষুধে কাজ হচ্ছে না। মশাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল নিক্ষেপ করতে হচ্ছে বলেও জানা গেছে।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।