in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন

এই ১৪ টাইপের কাজিন সব বাংলাদেশি পরিবারগুলোতে পাওয়া যাবেই যাবে

আপনি উচ্চবিত্ত, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারের যেকোনো শ্রেণীতেই বসবাস করেন না কেন, সোজা কথা আপনি যদি বাংলাদেশি কোনো পরিবারের হয়ে থাকেন, তাহলে আজকের তালিকায় দেয়া বিভিন্ন স্বভাবের কাজিনদের দেখা আপনি পাবেনই পাবেন। বিশ্বাস না হলে, তালিকা ঘুরে মিলিয়ে দেখুন।

১. অতিরিক্ত চঞ্চল স্বভাবের কিছু কাজিন থাকে যারা সব কিছু পারে অথবা সবকিছুই করার চেষ্টা করে

via GIPHY

 

২. সেই অতুলনীয় গুণাবলীর অধিকারী কাজিন, যাকে দেখলেই আম্মু ওর সাথে তুলনা করা শুরু করে দেয়

via GIPHY

 

৩. মোটামুটি উচ্ছন্নে যাওয়া কাজিন, যার মতো না হওয়ার কারণে আম্মু আমাদেরকে নিয়ে মনে মনে খুশিই হয়

via GIPHY

 

৪. আঁতেল কাজিন,পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝে না। সারাদিন পড়াশোনা করে, ওদের “জীবন মানেই পড়াশোনা”

via GIPHY

 

৫.পরীর মতো সুন্দরী কাজিন। ফ্যামিলি গেট-টুগেদারে যার রূপ লাবণ্যের কথা প্রকাশ্যে-গোপনে সবার মুখে মুখে থাকবেই

via GIPHY

 

৬. “বিয়ে পাগল” কাজিন। বিয়ে কবে হবে, কার সাথে হবে, কার বিয়ে আগে হলো, দেরিতে হলো – এসব নিয়েই তাদের সকল চিন্তা

via GIPHY

 

৭. বেশি লাজুক স্বভাবের কাজিন, যারা কখনো লজ্জায় সামনেই আসতে চায় না। আমরা তাদের দেখিই না, কিন্তু টের পাই যে তারা এক্সিস্ট করে

via GIPHY

 

৮. আমাদের পর্দাশীল কাজিনদের কথা ভুলে গেলে হবে না। সম্ভবত তাদের আপন ভাই-বোনও এতদিনে তার আসল চেহারা ভুলে গেছে

via GIPHY

 

৯. “সকল কাজের কাজী”- টাইপের কাজিন। তারা যেকোন কাজ ম্যানেজ করতে পারেন, হাজারটা প্যারা তাদের কাছে ডালভাত

via GIPHY

 

১০. এছাড়াও আছে কিছু কাজিন যারা “পরিবারের গর্ব”। নিজেদেরকে তারা অন্য লেভেলে নিয়ে গেছেন। যারা তাদের তেমন একটা পছন্দ করে না, তারাও মাঝে মাঝে গর্ব করতে ভুলে না তাকে নিয়ে।

via GIPHY

 

১১. “তলে তলে টেম্পু চালানো কাজিন”। এরা সবার সামনেই খুব ভালো একটা ইমেজ ধরে রাখে, কিন্তু সে আসলে যে কি, সেটা খুব অল্প মানুষই জানে

via GIPHY

 

১২. চরম লেভেলের আড্ডাবাজ কাজিন। সবার সাথে মিশে, সবখানে আড্ডা শুরু করে দেয়। এমনকি এরা একা থাকলে, নিজেই নিজের সাথে আড্ডা দেয়

via GIPHY

 

১৩. এরপর আছে “আর্টিস্ট কাজিন”। তাদের আর্ট বা শিল্প দেখে একদিকে প্রশংসা করি, আরেকদিকে মনে মনে আফসোস করি

via GIPHY

 

১৪. আর আছে “বাচচাদের স্কোয়াড’। ফোনে গেম খুঁজে বের করাই এদের একমাত্র জীবনের লক্ষ্য, তাই এদের সাথে শান্তি-চুক্তি না করলে আপনার খবর আছে

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

বাংলাদেশি ইন্টার্নদের ‘জীবন থেকে নেয়া’ ১২টি অতি বাস্তব অভিজ্ঞতা

Quiz: কাচ্চির সাথে আপনার সম্পর্ক কেমন, সেটিই বলবে আপনার মনের বয়স কত