in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

যে ৮ ধরনের বন্ধু লাইফে থাকার চেয়ে আসলে না থাকাই ভালো

বন্ধুরা আমাদের জীবনের প্রায় অনেকটা জুড়ে থাকে আর তাদের দ্বারা আমরা অনেক ক্ষেত্রে প্রভাবিতও হই। নিঃসন্দেহে বন্ধুরা খুবই স্পেশাল হয় তবে কোন কোন সময় কিছু বন্ধুদের আমরা চিনতেও ভুল করে বসি, যার কারণে পরবর্তীতে নিজেদের জন্যই বিপদ ডেকে আনি। তাই কিছু বন্ধুদের জীবন থেকে দূরে রাখাই ভালো। যে ৮ ধরনের বন্ধুদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা ভালো সেটা নিয়েই আজকের এই লিস্ট।

১. যারা সারাক্ষণ অন্যদের জীবনের সিদ্ধান্ত নিয়ে জাজ করতে থাকে এবং নিজের বন্ধুদেরও ছাড়ে না। আর ফ্রেন্ড হয়ে যদি সারাক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত জাজ করে, শুধু নিজের মতামত চাপিয়ে দিতে চায়, তাহলে এমন বন্ধুদের থেকে কিছুটা দূরে থাকাই ভালো।

via GIPHY

 

২. যারা নিজেদের সব কিছু নিয়ে খুব শো অফ করতে পছন্দ করে। বন্ধুদের সামনে নিজের বিভিন্ন কৃতিত্বের কথা বাড়িয়ে জাহির করে, কোনভাবে তারা নিজেকে বড় প্রমাণ করে বন্ধুদের ছোট করার হালকা একটা প্রচেষ্টা চালিয়ে যায়।

via GIPHY

 

৩. যারা অন্যদের নামে সারাক্ষন আপনার কাছে গসিপ করতে থাকে, আপনার অনুপস্থিতিতে আপনার নামেও বাকিদের কাছে ঠিক একই ভাবে তারা গসিপ করে। তাই এমন ফ্রেন্ডদের নিজের জীবনে না রাখাই বুদ্ধিমানের কাজ।

via GIPHY

 

৪. যারা নক অথবা কল দিয়ে শুধু একটি কথাই বলতে জানে, ‘দোস্ত একটা হেল্প করতে পারবি? ‘ এবং আপনি এদের যতই সাহায্য করুন নিজের প্রয়োজনে কখনোই এদের পাশে পাবেন না, বাকি টাইম এরা একেবারে উধাও থাকে।

via GIPHY

 

৫. যারা অন্যদের নিয়ে পিছনে যাচ্ছে তা-ই বলে কিন্তু সামনে আসলেই রূপ বদলে একদম জান প্রাণ দিয়ে মিশে যায়। এমন ফেইক ফ্রেন্ডরা নিজের স্বার্থ হাসিলে আপনাকে বিপদে ফেলতে দুইবার ভাববে না।

via GIPHY

 

৬. যারা সারাক্ষন আপনার উপর হুকুম চালানোর চেষ্টায় থাকে, সবসময় নিজেদের পছন্দ-অপছন্দকে প্রাধান্য দেয় আর বন্ধুদের মতামতকে গুরুত্ব দেয় না। এমন অতিরিক্ত ডমিনেটিং ফ্রেন্ড থেকেও দূরে থাকা বেশ প্রয়োজন।

via GIPHY

 

৭. যারা ‘ তুই মেয়ে হয়ে ক্যারিয়ার নিয়ে এত ভাবছিস কেন, শেষমেশ তো রান্নাঘরেই জীবন কাটাবি! ‘ তুই ছেলে মানুষ হয়ে এভাবে মেয়েদের মত কাঁদছিস কেন?” “মেয়েরা আবার খেলা দেখে কেন, ওরা কিছু বুঝে নাকি? “- প্রায়ই এই ধরনের সেক্সিস্ট কথা বলে থাকে এবং মেয়েদের নিয়েও অশ্লীল মন্তব্য করে, এমন মানসিকতার কেউ কখনো ভালো মানুষ আর ভালো বন্ধু হতে পারে না।

via GIPHY

 

৮. যারা সব কিছুতেই একটা নেগেটিভ ধারণা পোষন করে এবং সব সমাধানের মধ্যেই সমস্যা খুঁজে পায়। এদের নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে কিছুটা হলেও প্রভাবিত করবে, তাতে করে হয়তো একটা সম্ভাবনাময় উদ্যোগ থেকেও নিজেকে আটকে ফেলতে পারেন।

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

ফ্রেন্ডশিপ ডে তে বন্ধুদের ভালো-মন্দ নিয়ে ৬টি ফ্রেন্ডলি মিম

যে ১০টি ঘটনা প্রমাণ করে যে কান্না করতে আপনার কোন এক্সকিউজ লাগে না, অ্যান্ড ইটস ওকে!