in , ,

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

রাস্তায় চলতে ফিরতে যে ৬ ধরণের পথচারীর সঙ্গে দেখা না হওয়া মানে আপনার দিনটা ভালো যাবে

রাস্তায় সুষ্ঠুভাবে  চলার জন্য ট্রাফিক আইন শুধ্মাত্র চালকদের মেনে চলা উচিৎ তা কিন্তু নয়, রাস্তার পথচারীদের ও মেনে চলতে হয় কিছু নিয়ম। কিন্তু আমাদের দেশের বেশীরভাগ পথচারী এসব মানতে নারাজ। ফলাফল রাস্তাঘাটে বেপরোয়া চলাফেরা ও দূর্ঘটনা। আমাদের আশেপাশে যে কয়েক ধরনের পথচারী দেখতে পাই

#১ উসাইন বোল্ট পথচারী

রাস্তায় যত্রতত্র, পূর্ব-পশ্চিম, ডানে বায়ে হুটহাট ঝুপঝাপ ঝেড়ে দৌড় দেয়ার বিশেষ ক্ষমতা নিয়ে জন্মায় এই মানুষগুলো। তুচ্ছ করি ভয়, জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশী মন্ত্রে বিশ্বাসী এই মানুষগুলো দৌড়ে উসাইন বোল্টকেও হার মানায়।

 

#২ থানোস পথচারী

এই ধরনের পরথচারীরা নিজেদের বিশেষ ক্ষমতার অধিকারী ভাবে। তাদের এক ইশারায় হাজার হাজার গাড়ি উলটে যাবে, তাদের গায়ে ফুলের টোকাও লাগবেনা এমন থিওরিতে তারা বিশ্বাসী । এইজন্য হেলেদুলে আস্তে ধীরে ঠান্ডা মাথায় রাস্তায় চলাচল করেন। ট্রাক, বাস, কার, কোন কিছুকেই তারা পরোয়া করেনা। তাদের ভাব এমন , যেন রাস্তাটা গাড়ি চলাচলের জন্য নয়, তাদের হাঁটার জন্যই ।

 

#৩ আইন্সটাইন পথচারী

এই ধরনের পথচারীরা বিশাল জ্ঞানের অধিকারী। তারা রাস্তায় চলাচলের সময় আকাশ, বাতাস, বিজ্ঞান, মহাজগৎ,নেপচুন, প্লুটো, ধর্ম, সমাজ , রাজনীতি নিয়ে ব্যাপক গবেষণা ও চিন্তায় থাকেন। রাস্তায় হাটলেও তাদের চোখ থাকে আকাশে কিংবা নতুন আবিষ্কৃত কোন গ্রহে। কান ও মন নিবিষ্ট থাকে নাসার কোন রিসার্চ রুমে। হাজারটা হর্ণ দিলেও সেসব কিছু শোনেন না ও দেখেন না।

 

#৪ লাইলী মজনু পথচারী

এই পথচারীরা অমর প্রেমের উদাহরণ। এরা একজন আরেকজনকে ছাড়া, খান না , ঘুমান না। বাথরুমে পর্যন্ত দুজনে একসাথে যান। আর আপনি কিভাবে আশা করেন এরা আলাদা আলাদা রাস্তা পার হবে? হাঁটার সময় হাত ধরে হাটতে হবে যেন হাত ছাড়লেই চৌধুরি সাহেব মেয়েকে নিয়ে কাবিলার সাথে বিয়ে দিয়ে দিবেন। এই গোত্রীয় পথচারী রাস্তাও পার হবে সুপারগ্লু দিয়ে দুজনের হাত বেঁধে। মজনু বলবে চলো পার হই, লাইলী ভয় পেয়ে বলবে ; না না এখন না, ছেলে কয়েক পা এগিয়ে যাবে, ভয়ে লাইলী আগাতে পারবেনা। মজনু বলবে “ আরে এসো, আমি আছিনা ?” এরকম করে রাস্তার মাঝখানে সিনেমা চলবে বেশ খানিকক্ষণ।

 

#৫ এরশাদ পথচারী

এই দল না ওইদল সিদ্ধান্তহীনতায় ভোগা এরশাদ কাকুর মত পথচারীরা, “ যাব কি যাব না, রাস্তা পার হব কি হব না” রীতিতে ব্যাপক বিশ্বাসী।  তারা রেড সিগন্যাল পড়লে রাস্তা পেরুবেনা, যেই গাড়ি চলার সিগন্যাল পরবে তখন রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মাঝখানে গিয়ে আবার উলটাপথে দৌড় মারবে। সামনে যাবে, নাকি পেছনে যাবে, পার হবে কি হবেনা এসব করতে করতে একটা গোলযোগ না পাকানো পর্যন্ত তাদের শান্তি নেই।

 

#৬ সেলিব্রেটি পথচারী

এ ধরনের পথচারীরা নিজেরদের ডোনাল্ড ট্রাম্প অথবা শাহজাহান খানের আত্মীয় মনে করেন । অথবা ট্রাফিক পুলিশের বড় ভাই, যার এক ইশারায় থেমে যায় বড় থেকে ছোট সকল গাড়ী। এই ধরনের মানুষের মধ্যে শাহরুখ খান সিনড্রোম ও প্রবল। তারা মনে করেন ঠিক তাদের যখন দরকার হাত দিয়ে গাড়ি থামিয়ে থামিয়ে লাল গালিচা বেছানো রাস্তা দিয়ে হাত নেড়ে নেড়ে তারা রাস্তায় চলাচল করবেন।  সবাই সারিবদ্ধভাবে পথ ছেড়ে দিয়ে তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকবে।

কার্টুনিস্ট – দেবাদৃতা পিউ

What do you think?

Written by Nazmoon

লাখ টাকা দিয়ে ঘুম আর আলসেমী কিনিয়া মাঝরাতে উঠিয়া ভাবি কি করিলাম, আগামীকাল থেকে ঠিক আলসেমী বেচিয়া টাকা জমাইব

Leave a Reply

বিশ্ব বিখ্যাত চরিত্রগুলো নিয়ে Farhan Aziz – এর ২০টি Unreal Art

IMUN Gala Night – এ বাচ্চাদের অভদ্র ল্যাপডান্সের ভিডিও দেখে মন গলে গেল সালমান মুক্তাদিরের। দোয়া মাহফিলের আয়োজন