in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

কুরবানি ঈদ এলেই আমাদের আশেপাশে যে ৭ ধরনের মানুষ দেখা যায়

দেখতে দেখতে আবারো চলে এসেছে কুরবানী ঈদ। এই ঈদের আমেজ কিছুটা ভিন্নই বলা যায়। আর কুরবানি ঈদ এলেই আমাদের আশেপাশে যে কয়েক ধরনের মানুষের দেখা অবশ্যই পাওয়া যায়, তাদের নিয়ে আজকের এই লিস্ট।

১. যারা গরুর ছবি সগর্বে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বেড়ায়

via GIPHY

 

২. যারা মাংস দিয়ে নতুন নতুন খাবারের রেসিপি ট্রাই করে একেবারে মাস্টারশেফ হয়ে যায়

via GIPHY

 

৩. যারা শুধু মাংস খাওয়ার উপরেই থাকে, ঈদের কয়েকদিনের মধ্যে ওজনও বাড়িয়ে ফেলে!

via GIPHY

 

৪. যারা গরু-ছাগলের একেবারে বেস্টফ্রেন্ড হয়ে যায়, সারাদিন তাদের খাওয়ানো, এমনকি তাদের সাথে সেলফি তোলাও বাদ রাখে না

via GIPHY

 

৫. যারা সবার গরুর দাম আর সাইজ নিয়ে গভীরভাবে গবেষণা করে

via GIPHY

 

৬. যারা গরু-ছাগলের গন্ধ ও ডাকের আওয়াজে অতিষ্ঠ হয়ে নিজেরাও ঘ্যানঘ্যান করে

via GIPHY

 

৭. যারা গরুর হাট নিয়ে একটু বেশিই এক্সাইটেড থাকে

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

Quiz: জেনে নিন হুমায়ূন আহমেদের কোন সিনেমাটি আপনার বর্তমান জীবনকে প্রতিফলিত করে

Quiz: কুইজে কুইজে জেনে নিন গরুর মাংসের কোন আইটেমটি আপনি