রমজান এলে মানুষভেদে অভ্যাসের পরিবর্তন আছে সব রোজাদারদের মধ্যেই। আর তাই আমাদের আশেপাশেই কমন কিছু ধরনের রোজাদার থাকবেই। তাদের নিয়েই আজকের এই লিস্ট-
১. যারা সেহরির পর ঘুমিয়ে একেবারে ইফতারের আগে ঘুম থেকে উঠে
via GIPHY
২. যারা ভাজাপোড়া খায় না, বরং ফল-মূল আর স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করে
via GIPHY
৩. যারা রোজা রাখে না, কিন্তু সেহরি আর ইফতার নিয়ে ব্যাপক এক্সাইটেড থাকে
via GIPHY
৪. যারা সেহরি আর ইফতারে পানি খেতে খেতে পেটটাকে একেবারে পানির ট্যাংকি বানিয়ে ফেলে
via GIPHY
৫. যারা কোনরকমে ইফতার করেই বিড়ি অথবা চা খেতে দৌড় দেয়
via GIPHY
৬. যারা নিজ কানে আজান শুনেও, ইফতার করবে কিনা ডাবল শিওর হয়ে নেয়
via GIPHY
৭. যারা সেহরিতে উঠতে পারবে কিনা সেই কনফিউশনে সারা রাত জেগেই পার করে
via GIPHY
৮. যারা সারাদিন ইফতার নিয়ে চিন্তা করতে করতেই পার করে দেয়