বাইরে কেনাকাটা করতে গিয়ে হরেক রকমের পণ্যের মতো হরেক রকম দোকানদারও আমরা দেখি। সেসব দোকানদারের রকমফের নিয়েই আমাদের আজকের এই লিস্ট।
১. কিছু দোকানদার এতই স্লো যে দশটি জিনিস বলার পর শুধু একটা জিনিস দেখাতে পারে
via GIPHY
২. কিছু দোকানদার এমন বুলেটের গতিতে কাজ করে যে আপনি নিজেই আর তাল মিলাতে পারেন না
via GIPHY
৩. কিছু দোকানদার প্রচুর দামাদামি করে, একটা সময় তুমুল ঝগড়া বেঁধে যাওয়ার সম্ভাবনাও দেখা দেয় এদের সাথে
via GIPHY
৪. কিছু দোকানদার একেবারেই নাছোড়বান্দা, Fixed-price বলে দাম বিন্দুমাত্র কমায় না!
via GIPHY
৫. কিছু দোকানদার হাসিমুখে মিষ্টি কথায় ভুলিয়ে-ভালিয়ে জায়গা মতো জিনিস গছিয়ে দিয়ে গোপনে একটা বাঁশ মেরে দেয়
via GIPHY
৬. কিছু দোকানদার বেশ গুরুগম্ভীর ধরনের, দশটা প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর দেয়
via GIPHY
৭. কিছু দোকানদার ডাকাডাকি করতে করতে একেবারে হুলুস্থুল কাণ্ড বানিয়ে ফেলে, এরা পারলে রাস্তার যে কাউকে নিজের দোকানে ডেকে এনে বসায়! পারলে বাসা গিয়েও ডেকে আনতো এরা!
via GIPHY
৮. কিছু দোকানদার শুরুতে কড়া দাম হাঁকলেও পরে ঠিকই অর্ধেক দামে বিক্রি করে দেয়। এদের সাথে দামের বনিবনা না হওয়ায় দোকান থেকে চলে যেতে নিলেই, এরা রাজি হয়ে পিছন থেকে বিক্রি করার জন্য ডাকাডাকি শুরু করে দেয়!