ভ্যাট নিয়ে বাংলাদেশের মানুষের তীব্র হাসফাঁসের কটু বাতাসটা যেন সরাসরি লাগলো কোপা আমেরিকায় ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচে।সেখানে ব্রাজিলের সাথে মজা নিয়ে নিলো ফুটবলের গোপাল ভাড় তথা ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (VAR)। একটা নয়, দুইটা নয় ফিরমিনো, জেসুস আর কৌতিনিয়ো এর কাছ থেকে আসা পরপর তিনটা গোলই খেয়ে দেয় ভিডিও এসিস্ট্যান্ট রেফারি, যা কিনা মঙ্গলবারের মোট নেটে জড়ানো গোলের শতকরা শতভাগ। অবশ্য গোল না পেয়ে ড্র করেও ব্রাজিল ভালো অবস্থানে আছে,তারপরেও ম্যাচ শেষে ফিরমিনোকে গোমড়া মুখে বসে থাকতে দেখা গেছে। এ সম্পর্কে গ্যাব্রিয়েল জেসুস বলেন- “কেমন লাগে বলেন ভাই? এতো কষ্ট কইরা গোল দেই, গোল হওয়ার পর বাতিল হইয়া যায়। এই নিয়মে আমাদেরকেই ভুগতে হচ্ছে। অথচ আগের দিনে এই প্রযুক্তি থাকলে হাত দিয়ে গোল করা গ্রামের চাচাতো ভাইদের একটা বিশ্বকাপ কম থাকতো!”।
ব্রাজিলের কোচ এর কাছে তার মন্তব্য জানতে চাইলে সহানুভুতি প্রকাশ করে তিনি বলেন- “আসলে ভ্যাট আপনাদের পেইনটা একটু হলেও বুঝতে পারছি। ব্যাপারটা অনেকটা এমন যে আপনার ক্রাশ যেদিন আপনাকে পাত্তা দিয়ে তার ফোন নাম্বার দিলো, সেদিন রাতেই পারিবারিক আয়োজনে বিসিএস ক্যাডারের সাথে গোপনে তার আকদ হয়ে গেল। আর ভ্যাটের রোষানলে পড়ে সিগারেটটা যে খাবেন, তাও পারছেন না”।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।