in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

যে ৭টি কারণে কন্যা রাশির মানুষেরা প্রেমে একটু বেশিই প্যারা খায়

দেখতে দেখতে চলে এসেছে কন্যা রাশির সিজন। এই রাশির মানুষেরা ভীষণ আবেগপ্রবণ আর রোমান্টিক হয়ে থাকে। তবে প্রেম করার বেলায় এরা বেশ প্যারাও খায়।

১. এরা খুব সহজেই নিজের মনের কথা প্রকাশ করতে পারে না, তাই প্রেম করতে একটু ঝামেলায় পড়ে যায়

via GIPHY

 

২. এরা মনে মনে প্রচণ্ড ইমোশনাল আর খুব সহজেই অভিমান করে বসে

via GIPHY

 

৩. নিজের পার্টনারের কাছ থেকে একটু বেশিই এটেনশন চায়, যেটা অনেক সময় মনোমালিন্যের কারণ হয়ে যায়

via GIPHY

 

৪. পুরনো কথা এরা সহজে ভুলতে পারে না, যেটা রিলেশনশিপে কিছুটা হলেও সমস্যা তৈরি করে

via GIPHY

 

৫. পার্টনারের কাছ থেকে প্রায়ই এরা একটু high expectations রাখে

via GIPHY

 

৬. এরা যেকোন বিষয় নিয়ে ওভার থিংক করে, আর প্রেমের বেলায় সেটা অবশ্যই আরও প্রবলেম ডেকে আনে

via GIPHY

 

৭. এরা কিছুটা জেদি স্বভাবের এবং নিজের পছন্দ মতোই সব করতে চায়, যার ফলে পার্টনারের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনাও বেশি থাকে

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনার কথা কে দিনে একবার হলেও মনে করে

Quiz: জেনে নিন শিক্ষা প্রতিষ্ঠান খুললে আপনি কোন কাজটি বেশি মিস করবেন