in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা

আমরাই হয়তো শেষ জেনারেশন, যাদের আমের সাথে এই ১০টি স্মৃতি রয়েছে

এখন চলছে আমের মৌসুম। আর এই সময়টায় চারপাশে আমের ঘ্রানে মম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখনকার দিনের আমের সময়টা একটু ভিন্ন হলেও, আমাদের ছোটবেলায় আম নিয়ে স্মৃতিগুলো কিন্তু বেশ অন্যরকম ছিল। চলুন তাহলে দেখে নেই সেই স্মৃতিগুলো কি কি-

১. ঝড়ের সময় আম কুড়ানো কিংবা গুলতি দিয়ে আম পারা

 

২. কড়া রোদে বসে লবন মরিচ দিয়ে কাঁচা আম খাওয়া

via GIPHY

 

৩. লুকিয়ে লুকিয়ে ছাদে শুকাতে দেয়া আমসত্ত্ব খাওয়া

 

৪. খালা, ফুপি, চাচী যে-ই বেড়াতে আসুক না কেন, সাথে ১/২ টা আমের আচারের বয়াম নিয়ে আসা

 

৫. কাঁচা আমের ভর্তায় চিনি দেয়া হবে কিনা, তা নিয়ে ভাই-বোনের সাথে ঝগড়া করা

via GIPHY

 

৬. আমের আঁটি শুকিয়ে গেলে তা দিয়ে বন্ধুদের সাথে খেলা

 

৭. পাকা আমের আঁটি কে খাবে, তা নিয়ে ভাইবোনদের সাথে মারামারি করা

via GIPHY

 

৮. গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়ে প্রতিদিন সকালে আম-দুধ-মুড়ি খাওয়া

 

৯. পাঁকা আম কোনো প্রকারের কাটাকাটির ঝামেলা না করে, শুধু ধুয়ে ফুটো করে আমের রস খাওয়া

 

১০. প্রতিটা বাসায় আচার বানানোর কারণে, বাতাসে পাঁচফোড়নের গন্ধে মম করা

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

আমের জন্য বিখ্যাত বলে রাজশাহীর নাম পাল্টে “আমে”রিকা রাখার দাবি রাজশাহীর লুত্ফরের

Quiz: ৫টি উত্তরে জানুন পোষা প্রাণী হিসেবে কোন প্রাণীটি আপনার জন্য পারফেক্ট