বাংলাদেশিদের একমাত্র সার্বজনীন উৎসব “পহেলা বৈশাখ”, এই দিনটিতেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। অথচ এই দিনটি উদযাপন করতে গিয়ে কতিপয় বাংলাদেশি কিছু ব্যাপারকে নৈতিক দায়িত্ব বানিয়ে ফেলেছে। আজ তাই জেনে নিন সেইসব নৈতিক দায়িত্বগুলো কি কি-
১. সারাবছর না মনে থাকলেও এদিন দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া এবং এ নিয়ে অন্যদের জ্ঞান দেওয়া
via GIPHY
২. অবশ্যই ফুল,পাখি, লতাপাতা আঁকা পাঞ্জাবি বা শাড়ি কেনা
via GIPHY
৩. ঐতিহ্য রক্ষা করতে গিয়ে অবশ্যই মাটির পাত্রে পান্তা-ইলিশ খাওয়া
via GIPHY
৪. হাজার রকম কষ্ট হলেও জ্যাম, ভিড় ঠেলে টিএসসি যাওয়া
via GIPHY
৫. সারাদিনে কয়েকশো ছবি তুলে সেখান থেকে বাছাই করে রবীন্দ্রনাথের বৈশাখ সংক্রান্ত কবিতার লাইন ক্যাপশন হিসেবে দিয়ে সেগুলো আপলোড করা
via GIPHY
৬. পহেলা বৈশাখ উদযাপন করে দেশের পরিবেশ নষ্ট করা হচ্ছে তা নিয়ে চিৎকার করে গলা ফাটিয়ে ফেলা
via GIPHY
৭. এবং শেষমেশ অন্য কোথাও না পেরে ফেসবুকে পহেলা বৈশাখ সংক্রান্ত বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্টযুদ্ধ করা