একটি মেয়েকে তার পরিবার, স্কুল, আত্মীয় ও প্রতিবেশীদের থেকে সবচেয়ে বেশি যে কথাটি শোনে তা হলো- “মানুষ কি বলবে?” অর্থাৎ আমাদের সমাজের নিয়ম অনুযায়ী যে মেয়েটি ‘অন্যদের’ কথা চিন্তা করে নিজের সবকিছু বিসর্জন দিতে পারবে সে-ই একজন আদর্শ মেয়ে। অথচ কেউ কি কখনো ভেবে দেখেছেন? শুধুমাত্র অন্যরা কি বলবে সেই কথা চাপিয়ে দিয়ে কত মেয়ের স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে?
কিন্তু ভাই এভাবে আর কতদিন? আর কতদিন মেয়েদেরকে খাঁচায় বন্দি রেখেই একটা সুন্দর ভবিষ্যত বানানোর আকাশ-পাতাল স্বপ্নে বিভোর থেকে কাটিয়ে দিবেন?
সময় হয়েছে, এবার একটু চোখ খুলুন।
#১

#২

#৩

#৪

#৫

#৬

#৭

#৮

#৯

#১০







