আপনার বয়স যতই হোক না কেন কিংবা আপনি বয়সের যেকোনো পর্বেই থাকেন না কেন আপনার বাবা-মায়ের চোখে আপনি সবসময় একই থাকবেন এইটা নিশ্চিত। আর তাই আপনার যেকোনো কথা-বার্তা আপনার মুখ থেকে বের হয়ে আপনার বাবা-মায়ের কান পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে পুরোপুরি বদলে যাবে। তাহলে দেখে নিন তেমন কিছু উদাহরণ-
#১
যা বলি – মা, আমি আজকে রাতে বাসায় আসবোনা
via GIPHY
যা শোনে – মা, আমি আজকে সারারাত ফুর্তিকরে পকেটের সব টাকা পয়সা শেষ করে ফেলবো
#২
যা বলি – ক্যারিয়ার নিয়ে আপাতত কোন প্ল্যান নেই, বাবা!
via GIPHY
যা শোনে – আমি সারাজীবন টিভি, সিনেমা আর ফেসবুকিং করে পার করে দিবো এবং সন্যাসী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো
#৩
যা বলি – ও আমার একজন ভাল বন্ধু
via GIPHY
যা শোনে – আমাদের দুইজনের ইটিশপিটিশ চলছে, গোপনে বিয়ে করেও ফেলতে পারি
#৪
যা বলি – মা আর মাত্র ২ মিনিট পরেই উঠছি
via GIPHY
যা শোনে – আমি আজকে আর ঘুম থেকে উঠবোনা এবং টানা আগামী এক সপ্তাহ ঘুমাবো
#৫
যা বলি – আমি ইঞ্জিনিয়ারিং পড়বোনা
via GIPHY
যা শোনে – আমাকে দিয়ে কিচ্ছু হবেনা আমি একটা আসল ভাদাইম্মা
#৬
যা বলি – বাবা আমি সেমিস্টার ফাইনালে ১০০ তে ৯০ পেয়েছি
via GIPHY
যা শোনে – আমি বাকি ১০ পাইনাই কারণ আমি ফাঁকিবাজি করেছি
#৭
যা বলি – খুশির খবর মা, শুভর চাকরিতে প্রমোশন হয়েছে, আগামী মাসেই পুরো পরিবার নিয়ে বিদেশ চলে যাবে
via GIPHY
যা শোনে – আমি একটা অকর্মা আমি এখনো ওর থেকে ১০ টাকা বেতন কম পাই, আমি আজীবন তোমাদেরকে কষ্টে রাখবো
#৮
যা বলি – আমি বিয়ে করতে চাইনা
via GIPHY
যা শোনে – আমি আসলে সমকামী
#৯
যা বলি – মা, ডিসটার্ব করোনা, আমাকে একটু একা থাকতে দাও
via GIPHY
যা শোনে – আমি আসলে মাদকের ব্যবসা করি এবং অন্য কাউকে ঠান্ডা মাথায় খুন করার প্ল্যান করছি একা একা
#১০
যা বলি – এইতো তেমন কিছু না. একটু সর্দি হয়েছে আর কি
via GIPHY
যা শোনে – আমার যক্ষা হয়েছে, আমি আর বেশিদিন বাঁচবোনা