in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে ৮টি গুরুত্বপূর্ণ কারণে জীবনে একজন পাশের বাসার আন্টি থাকা জরুরি

পাশের বাসার আন্টিদের নিয়ে আমরা যতই ট্রল করিনা কেন, তাদের মত বিনা পয়সায় আমাদের এত উপকার আর কেউ করবে না। কার বাসায় কি হলো তা আমাদের জানানো কিংবা আমার বাসার সিসিটিভির দায়িত্ব পালনের মত সকল গুরুদায়িত্ব তারা একদম নির্দ্বিধায় করে, তাই আজ জেনে নিন, কি কি কারণে আমাদের সবার জীবনেই একজন পাশের বাসার আন্টি থাকা প্রয়োজন।

১. বিনা পয়সায় আপনার বাড়ির সিসিটিভি ক্যামেরার দায়িত্ব পালন করবে সে

via GIPHY

২. এনারা হচ্ছে LBC(Local Broadcasting Channel)। তাই এলাকার পাড়া প্রতিবেশীর সব খবর একদম ঘরে বসেই এদের মাধ্যমে পাবেন

via GIPHY

 

৩. আপনার বিয়ে নিয়ে তারা আপনার বাবা-মায়ের চেয়েও বেশি চিন্তিত

via GIPHY

 

৪. আপনি যদি বিসিএস না দিয়ে বা ব্যাংকে চাকরি না করে নিজের প্যাশন অনুযায়ী কাজ করেন, তবে আপনি যে ভুল করছেন সেটাও তারাই আপনাকে উপলব্ধি করাবে

via GIPHY

 

৫. বাস্তব জীবনে ইন্ডিয়ান সিরিয়ালের ফিল শুধুমাত্র জীবনে তারা আছেন বলেই পাবেন

via GIPHY

 

৬. প্রতিদিন তাদের সহ্য করতে করতে আপনার সহ্যশক্তি বাড়বে

via GIPHY

 

৭. নিজের প্রতিষ্ঠিত ছেলেমেয়েদের কথা বারবার ঘ্যানঘ্যান করে বলে আপনার মনেও তাদের মত হওয়ার আগুন জ্বালানোর কাজটি একদম বিনা পয়সায় তারা করে থাকেন

via GIPHY

 

৮. তাছাড়া একাধারে আপনার পরিবারের ম্যাচমেকিং কাউন্সিলর, ল-ইয়ার এবং ডাক্তারও কিন্তু উনারাই

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

সকালের আরামের ঘুম হারাম হয় যে ৮টি কারণে

Quiz: জেনে নিন আপনার ভবিষ্যৎ পার্টনারের সাথে সম্পর্কটা কোন খাবারের DUO’র মতো হবে