in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

যে ৬টি কারণে একসময় আপনার নিজের ছায়াও আপনার সাথে থাকতে চাইবে না

আমরা চাই জনম জন্মান্তর না হলেও অন্তত জীবদ্দশায় আমাদের আশেপাশে আমাদের প্রিয় এবং পছন্দের মানুষগুলো থাকুক। কিন্তু বিশ্বাস করেন, যদি কিছু ব্যাসিক ব্যাপার আপনার মাঝে যদি ঠিকঠাক না থাকে তাহলে অন্যরা কেন, আপনার ছায়াও আপনাকে ছেড়ে একসময় পালাতে চাইবে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি কি

১. দাঁত দিয়ে নখ কাটা – আয়নায় যখন দেখবেন জিনিসটা দেখতে কতটা খারাপ লাগে, তখনই বুঝবেন কেন এই কথা বলছি।

via GIPHY

 

২. মাথায় খুশকির ব্যবস্থা না করা – মাথায় অস্বাভাবিক রকমের খুশকি থাকলে, ঘনিষ্ঠতম বন্ধুটাও আপনার কাছে আসবে না।

via GIPHY

 

৩. আঙুল দিয়ে নাক খুটানো – এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। দুনিয়ার কেউ ব্যাপারটা স্বাভাবিকভাবে দেখে না।

via GIPHY

 

৪. পারফিউম ব্যবহার না করা – আমাদের দেশের মতো গরম প্রধান দেশে বছরের যেকোনো সময়ই পারফিউম ব্যবহার করা মাস্ট। না করলে কেন সবাই আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, টেরই পাবেন না।

via GIPHY

 

৫. অনেক বেশি Bitching করা – বিশ্বাস করুন, যখন অন্যদের সামনে কারো বিচিং করেন তখন বাকিরা হয়তো মজা পায় কিন্তু সে নিজেও বুঝে যায়, আপনি হয়তো তার কথাও অন্যদেরকে এভাবেই বলেন। এরপর কি আপনার সাথে মিশতে চাইবে?

via GIPHY

 

৬. পার্সোনাল হাইজিন মেইনটেইন না করা – পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা হলো একটা ব্যাসিক রিকুইয়ার্মেন্ট। এটাও যদি আপনার মাঝে মিসিং থাকে…তাহলে টা টা.. বাই বাই

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

যেসব কারণে আমাদের সমাজ ভাবে তাড়াতাড়ি বিয়ে করে ফেলাই সর্বোত্তম পন্থা

যে লক্ষণগুলোতে বুঝবেন আপনি এখন বিয়ে করার জন্য একদম উপযুক্ত