in

ভাল্লাগসেভাল্লাগসে

যেসব কারণে সবাই “Thor: Love and Thunder”- এর নতুন ট্রেইলার বারবার দেখছে

আসছে জুলাইয়ে রিলিজ হতে যাচ্ছে “Thor : Love and Thunder” . বহুল প্রতীক্ষিত এই মুভির ট্রেইলারও ইতিমধ্যে বেশ ভালো রেস্পন্স পাচ্ছে। তবে ভাবনার বিষয় হলো, যার যার ব্যক্তিগত কারণে অনেকেই ট্রেইলারটি বারবার দেখেই চলেছে। যা স্বাভাবিকের তুলনায় একটু বেশিই। এর পিছনের কারণ আপনাদেরকে জানাতেই আজকে এই লিস্ট।

১. Christian Bale As: Gorr :The God Butcher – মুভির সুপার ভিলেন Gorr :The God Butcher- এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে MCU-তে অভিষেক হতে চলেছে সবার প্রিয় গুণী অভিনেতা ক্রিশ্চিয়ান বেল এর। গর-এর ক্যারেক্টার হিসেবে তার লুক এবং ডায়লগ ডেলিভারি দেখার জন্যই যেন সবাই অপেক্ষায় ছিল

via GIPHY

 

২. Jane Foster As Mighty Thor – জেইন ফস্টার বা মাইটি থর হিসেবে প্রায় ৯ বছর পর এই সিরিজের মুভিতে ফিরছেন নাটালি পোর্টম্যান। তার নতুন কস্টিউম থেকে শুরু করে দারুণ সব সুপার পাওয়ার এক ঝলক দেখতেই মানুষের এতো আগ্রহ

via GIPHY

 

৩. Chemistry Between Thor and Jane – ট্রেইলারে থর এবং জেইন যতবার স্ক্রিন শেয়ার করেছে ততবারই তাদের মাঝে পুরোনো সেই কেমিস্ট্রি লক্ষ্য করা গেছে। এক্স -কে না ভুলতে পারার দুঃখ থরের সাথে ভাগাভাগি করে নিতেই নতুন এই ট্রেইলার অনেকে বারবার দেখছে

via GIPHY

 

৪. Thor Vs Gorr : Epic Battle – বলা বাহুল্য, মুভিতে হিরো আর ভিলেনের মধ্যে এপিক মারামারি হবে। যার কিছু দৃশ্যও ট্রেইলারে দেখানো হয়েছে। মুভি রিলিজের আগে ফাইট সিনের ভাইব পাওয়ার জন্যে এইটুকুই বা কম কিসের!

via GIPHY

 

৫. Comic Accuracy – কস্টিউম থেকে শুরু করে মুভির বিভিন্ন ফ্রেমে রাখা হয়েছে কমিকের সাথে চমৎকার মিল। যদিও গরের লুক চেইঞ্জ করে অনেকে একটু আশাহত হয়েছে

via GIPHY

 

৬. Last But Not The Least : OH MY GOD – ক্রিস হেমসওয়ার্থ যে এই জন্যে কি পরিমাণ ওয়ার্ক করেছেন তা বুঝা যায় ট্রেইলারের শেষ দিকে “You flicked too hard, dammit” – সিনে। শোনা যাচ্ছে, মেয়েরা কেবল ট্রেইলারের এই অংশটুকুই দেখছে!

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

ডিজিটাল বাংলাদেশি বাবা-মায়েরা তাদের বাচ্চাদের যেসব ডায়লগ দিবে

যে ৬টি কারণে মিথুন রাশির মানুষদের সাথে প্রেম না করাই ভালো