in

ভাল্লাগসেভাল্লাগসে

যে ৮টি কারণে সাকিবের রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত শুধু সাকিবই!

কেন এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে সাকিবের কোনো রিপ্লেসমেন্ট তৈরী হয়নি তা নিয়ে আর জল ঘোলা করার কিছু নেই। তবে এখন পর্যন্ত সাকিবের রিপ্লেসমেন্ট যে কেবল সাকিবই, তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।

১. খেলার মাঠে সাকিবের মতো কন্সিস্টেন্সি গত ১৪-১৫ বছরে বাংলাদেশ ক্রিকেট দলের অন্য কেউ দেখতে পারেনি

via GIPHY

 

২. মাথা ঠান্ডা রেখে কিভাবে ম্যাচ বের করে আনতে হয়, তা সাকিবের জানা থাকলেও অন্যদের এই বিষয়টি আয়ত্ত করতে এখনো ঢের বাকি

via GIPHY

 

৩. ব্রেইন ইউজ করে বোলিং করার ক্ষমতা সম্পন্ন বোলার বলতে আমরা এখনো একমাত্র সাকিবকেই চিনি

via GIPHY

 

৪. ক্রিকেটের তিন ফরমেটেই সমানভাবে নিজের ফর্ম টিকিয়ে রেখে পারফর্ম করে যাওয়া খেলোয়াড় শুধু সাকিব আল হাসান

via GIPHY

 

৫. পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ মেইনটেইন করে সবকিছু ব্যালেন্স করার দিক দিয়েও সাকিব সবসময় অন্যদের থেকে এগিয়ে

via GIPHY

 

৬. ইনজুরি কিংবা কন্ট্রোভার্সি কাটিয়ে কিভাবে কামব্যাক করে সবাইকে তাক লাগিয়ে দিতে হয় তা সাকিবের চেয়ে ভালো আর কারো জানা নেই

via GIPHY

 

৭. বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো লোকজন আপাতত দৃষ্টিতে সংখ্যায় অনেক মনে হলেও সাকিবের মতো আর কেউ নেই

via GIPHY

 

৮. মাঠে যতটুকু এগ্রেশন না থাকলেই নয়, ততটুকু এগ্রেশন আমরা সবসময় কেবল সাকিবের মধ্যেই পেয়েছি

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

মাস্ক পরার যে ৮টি বাড়তি সুবিধা রয়েছে

Quiz: কুইজ খেলে জেনে নিন বাংলাদেশের কোন ঋতুটি আপনি