কাজী নজরুল ইসলাম বলেছেন, “তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন ”। এইখানে তোমার সাথে শীতের ভালো তুলনা হয়। গরমকালে শীত আসেনা কেন এই নিয়ে মরা কান্না জুড়ে দেয় সবাই। আবার এসে চলে যাওয়ার সময় কেন শীত চলে যাচ্ছে ওইটা নিয়ে মাথা ফাটায় ফেলা নতুন কিছু না। নতুন চালের পিঠা, খেজুরের রস, এক গাদা শীতের জামা আর কম্বল নামানো থেকে শুরু করে আরো কত কি। আজকের থাকছে শীতের এমন কয়েকটা ব্যাপার যা সবসময়ই হয়।
১. গরমের দিন গরমের চোটে যেখানে গোসলের পানি নিয়ে হুড়োহুড়ি লেগে যায়, শীতের দিনে সেখানে চুলোর উপর ঘণ্টার পর ঘণ্টা পানি ফুটতেই থাকে অথচ কম্বলের গরম ছেড়ে যেতেই ইচ্ছে করে না!
via GIPHY
২. গরমের সময় রাতে ঘুমাতে যাওয়ার আগে সকাল বেলা ঠিক মতো ঘুম থেকে জীবিত উঠতে পারবো কি না তার আগে চিন্তা করতে হয় সকালে পানির ট্যাঙ্কে গোসলের পানি পাবো কি না, তা নিয়ে। অথচ শীতে গোসল করার মানুষই থাকে না।
via GIPHY
৩. এমনিতে তো শয়তান চব্বিশ ঘণ্টা আশে পাশে ঘুরপাক খায়-ই কিন্তু শীতে যেন আর বেশি জড়ায় ধরে। নামাজ তো দূরে থাক ওজু করতেও মন চায় না।
via GIPHY
৪. শীতে প্রতিশোধ নেয়া অনেক সোজা। নিজের বরফ হাতটা নিয়ে অন্যের পিঠে বসায় দিলেই হলো, অবস্থা একদম খারাপ!
via GIPHY
৫. এই শীতে আপনি যদি বেঁচেও যান ঠাণ্ডা লাগা থেকে, আশেপাশের মানুষের মিনিটে মিনিটে নাক পরিষ্কার করা আর হাঁচি দেয়া দেখে সুস্থ থাকার শান্তি তো দুরের কথা, মনে হবে অসুস্থ হলেই ভালো হতো।
via GIPHY
৬. এই যুগে পকেটে টাকা থাকুক আর না থাকুক, Gloria Jeans বা Tabaq Coffee থেকে কফি কিনে ইনস্টাগ্রামে ” #WeathersDemand #Winter ” না দিলে জীবন তো বৃথা।
via GIPHY
৭. ইংলিশ কমোড যারা ব্যবহার করেন তারা শীতে প্রকৃতির ডাক দিলেই কানে তালা দিয়ে দেয়। বাংলা কমোড ব্যবহারকারীরা তো যা একটু বুকে সাহস পান কিন্তু ইংলিশ কমোড ব্যবহারকারিদের জন্য শীত যম হয়ে আসে।
via GIPHY
৮. গরমে ঘর থেকে বের হওয়ার সময় নিজেকে একটু চিকন লাগার জন্য যে হাজারটা ট্রিকস করে সবাই, তা শীতে করা লাগে না। একটার উপর একটা জামা পরে বস্তা হয়ে বাইরে যাওয়া যায়।
via GIPHY
৯. মাংকি টুপি আর মাফলারে মুখ ঢাকা মানুষ দেখে বুঝার উপায় নাই যে কে চোর আর কে চোর না।
via GIPHY
১০. জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মতে, “যারা সিগারেট খায় তারা যখন অস্বস্তিকর পরিবেশে পড়ে তখন তাদের সিগারেট ধরাতে ইচ্ছা করে ” অথচ শীতে স্বস্তি-অস্বস্তির ধার ধারে না কেউ; যে বন্ধু সিগারেট কিভাবে দেহের কেয়ামত করে দেয় বলে সারাক্ষণ ভাষণ দেয় সেও সুযোগে-কুযোগে দুই তিনটা টান দেয়।
via GIPHY
১১. গরমে মাস শেষে পানি বিল, বিদ্যুৎ বিল বাড়তি দেখে মাথা গরম থাকে কিন্তু শীতের সেই টেনশন থাকেনা কারো।
via GIPHY
১২. শীতের দিনে ত্বক তো ত্বক নয়, যেন মুরুভুমি। যতই তেল, মরিচ ডলেন না কেন যেই ফাটা সেই ফাটাই থাকে।
via GIPHY
১৩. যে সব মানুষ যাতায়াতের জন্য বাইক ব্যবহার করেন তাদের জন্য রইলো বিশেষ দোয়া। এমনেই শীত তার উপর আবার ২০ মাইল/ঘণ্টার বাতাস একদম ফ্রী!