মেয়েদের জীবন মানেই যে হাজার রকম যন্ত্রণা সেটা তো সবাই মোটামুটি জানেই। তবে যদি কোন প্যারালাল ইউনিভার্স থাকতো, তাহলে মেয়েদের জীবনটা ঠিক কেমন হতো সেটা নিয়েই আজকের এই লিস্ট।
১. হেয়ারব্যান্ড কখনোই হারাবে না
via GIPHY
২. শ্যাম্পু আর কন্ডিশনার একদম একই সাথে শেষ হবে
via GIPHY
৩. দরকারের সময় সেফটিপিন হাতের কাছেই খুঁজে পাওয়া যাবে
via GIPHY
৪. সন্ধ্যার পরেও বাসায় ফেরা যাবে
via GIPHY
৫. বিয়ে না করেও জামাই ছাড়াই যেখানে খুশি আনন্দে ঘুরতে যাওয়া যাবে
via GIPHY
৬. ব্রা এর স্ট্রাইপ দেখা যাওয়া নিয়ে কারো কোন মাথাব্যথা থাকবে না
via GIPHY
৭. পিরিয়ডের জন্য কোনরকম শারীরিক আর মানসিক যন্ত্রণা হবে না
via GIPHY
৮. বিয়ের পরেও বাবা-মায়ের সাথেই থাকা যাবে