বাংলাদেশের জাতীয় ফুল, ফল কিংবা পশু এসবতো আমরা ছোটকাল বইয়ের পাতায় দেখে আসছি, কিন্তু এর বাইরেও এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো বইয়ের পাতায় নেই কিন্তু অলিখিতভাবেই এগুলো বিভিন্ন জাতীয় বিষয় হয়ে গেছে আমাদের জীবনে। আজ জেনে নিন সেগুলো কি কি-
১. বাংলাদেশের জাতীয় ডাক- মামা
via GIPHY
২. বাংলাদেশের জাতীয় মিথ্যা- আচ্ছা দেখি
via GIPHY
৩. বাংলাদেশের জাতীয় পল্টি-৫ মিনিটের মধ্যে আসছি
via GIPHY
৪. বাংলাদেশের জাতীয় দুশ্চিন্তা- বাবু খাইসো
via GIPHY
৫. বাংলাদেশের জাতীয় আশ্বাস- বিয়ের পর জামাইয়ের সাথে যাইস
via GIPHY
৬. বাংলাদেশের জাতীয় অভিযোগ- আমিতো এখন পুরনো হয়ে গেছি তাই না?
via GIPHY
৭. বাংলাদেশের জাতীয় অজুহাত- রাস্তায় অনেক জ্যাম
via GIPHY
৮. বাংলাদেশের জাতীয় ক্ষুধা নিবারণ অস্ত্র- ভাত খা
via GIPHY
৯. বাংলাদেশের জাতীয় ন্যাকামি- তুমি না খেলে আমিও খাব না
via GIPHY
১০. বাংলাদেশের জাতীয় ডায়লগ- আমি কে চিনোস?