in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

যে ৯টি লক্ষণে বুঝবেন আপনি একজন আনরোমান্টিক মানুষ

প্রেম করছেন কিংবা বিয়ে করেছেন কিন্তু আপনি রোমান্টিক না, ব্যাপারটা অনেকটা মাংস খান কিন্তু আপনি ভেজিটেরিয়ান এমন শোনায়। পার্টনারের সাথে একটু আধটু রোমান্টিক হওয়াটা দোষের কিছু না, এতে উল্টো সম্পর্ক আর মন দুটোই ভালো থাকে। আজ জেনে নিন কিভাবে বুঝবেন আপনি একজন আনরোমান্টিক মানুষ, জেনে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন, নাহলে সামনে কিন্তু ঘোর বিপদ!

১. বাবুর সাথে ফোনে কথা বলা হলে, বাবু যখন বলে ফোন কেটে দাও তখন আপনি “না তুমি কেটে দাও” না বলে নিজেই ফোন কেটে দেন

via GIPHY

 

২. অন্যরা যেখানে সেজেগুজে দেখা করে, আপনি পারলে বাসার ড্রেস পরেই দেখা করতে চলে আসেন, আর এ নিয়ে কিছু বললে উল্টো বলে দেন “আমি এমনই”

via GIPHY

 

৩. আপনার কাছে উইকেন্ডের সকালে দেখা করার চেয়ে ঘুম অনেক বেশি জরুরি

via GIPHY

 

৪. অন্যরা যেখানে বলে “তোমাকে ছাড়া বাঁচবো না”, আপনি বলেন “কি খাব ঠিকই করতে পারি না, ধুর যাবই না”

via GIPHY

 

৫. পার্টনারকে আপনি কোন নিকনেমে ডাকেন না এবং আপনাকেও কোন নিকনেমে ডাকতে একদম কঠোর নিষেধ করে দিয়েছেন

via GIPHY

 

৬. পার্টনার রেগেমেগে আগুন হয়ে গেলেও আপনি তার রাগ ভাঙ্গানোর জন্য কিছুই করেন না

via GIPHY

 

৭. একসাথে বসে সিনেমা দেখা কিংবা কোথাও ঘুরতে যাওয়ার চেয়ে একসাথে বসে নিজেদের ক্যারিয়ার আর বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করাটা আপনার বেশি পছন্দ

via GIPHY

 

৮. অনেকদিন পর দেখা সাক্ষাত হলেও আপনার মধ্যে কোন উচ্ছ্বাস কাজ করে না

via GIPHY

 

৯. বিশেষ দিবসে ফুল কিনে টাকা খরচ করার বদলে আপনি দরকারি কিছু কিনে গিফট দেন, যা দেখে পার্টনার যায় ক্ষেপে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ৭টি কারণে ভালোবাসা দিবসের কচকচানি কাপলদেরও বিরক্ত লাগে

ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ৮টি সেইরকম রিলেটেবল মিম