in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা

রাশি অনুযায়ী আপনার সবচেয়ে খারাপ দিক কোনটি জেনে নিন

মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই ভালো-খারাপ দুটি দিকই রয়েছে। তবে আমাদের এমন কিছু স্বভাব থাকে যেটা আসলেই খুব বাজে, যার কারণে আমাদের নিজেদেরই ঝামেলায় পড়তে হয়। আপনার রাশি অনুযায়ী, আপনার সবচেয়ে বাজে অভ্যাসটি কি সেটা এই লিস্ট থেকে এখুনি মিলিয়ে নিন।

১. মেষ – হুটহাট কিছু চিন্তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলা! আপনার কিছু বলার বা করার আগে একবার ভেবে নেয়া উচিত, কারণ পরে আপনি নিজেই বেশি পস্তান।

via GIPHY

 

২. বৃষ – নিজের সব ধ্যান-ধারণা নিয়ে একটু বেশিই একগুঁয়ে। অন্যদের দৃষ্টিভঙ্গিও মাঝে মাঝে একটু বোঝার চেষ্টা করুন।

via GIPHY

 

৩. মিথুন – মুড আর পারসোনালিটি খুব বেশিই চেঞ্জ হয়। কখন আপনার মুড ভালো থাকে, আবার কখন হুট করে খারাপ হয়ে যায়, আর আপনি মত বদলে ফেলেন কোন ঠিক নেই।

via GIPHY

 

৪. কর্কট – একটু বেশিই ইমোশনাল। আশেপাশের সবাই আপনার ইমোশন সবসময় না-ও বুঝতে পারে, তাতে over-dramatic হওয়ার কিছু নেই।

via GIPHY

 

৫. সিংহ – অন্যদের চেয়ে নিজে বেশি ভালো থাকা নিয়ে এক ধরনের প্রতিযোগী মনোভাব রাখা। আর কিছুটা শো-অফ করতেও বেশ ভালোবাসেন।

via GIPHY

 

৬. কন্যা – সব সম্পর্ক থেকেই expectations একটু বেশি। জীবনের সবকিছু যে আপনার মন মতো হবে না, সেটা মেনে নিন।

via GIPHY

 

৭. তুলা – সবার মন জুগিয়ে চলার চেষ্টা করা। সবার সাথে ভালো ব্যবহার করতে গিয়ে, প্রায়ই নিজের উপর বেশি প্রেসার নিয়ে ফেলেন।

via GIPHY

 

৮. বৃশ্চিক – মুখ ফুটে কখনো সোজাসুজি নিজের মনের কথা না বলা। অথচ আপনি আশা করেন, আশেপাশের সবকিছু আপনার মন মতোই হবে!

via GIPHY

 

৯. ধনু – অতিরিক্ত স্পষ্টবাদী। সবসময় সব সত্যি কথা মুখের উপর বলার খুব দরকার নেই।

via GIPHY

 

১০. মকর – নিজের কাজ আর চিন্তা থেকে কখনো ব্রেক না নেওয়া। সারাক্ষণ overthinking না করে, নিজেকে নিজের থেকেই একটু ছুটি দিন।

via GIPHY

 

১১. কুম্ভ – বাস্তব জীবনের ব্যাপার-স্যাপার না বুঝে, নিজের স্বপ্নের দুনিয়ায় বাস করা। রিয়েলিটি অনেক সময় ইচ্ছা করেই আপনি মেনে নিতে চান না।

via GIPHY

 

১২.মীন – যেকোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে অনেক বেশি কনফিউজড থাকা। আপনি নিজে আসলে কি চান, সেটা আগে বুঝতে চেষ্টা করেন।

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

যে লক্ষণগুলো প্রমাণ করে আপনি একজন প্রকৃত মাসুদ

মেয়েদের যে ৭টি কর্মকাণ্ডের কোন সঠিক ব্যাখ্যা নেই