in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

ফ্যাশন সচেতন ছেলেদের জন্য ইউটিউবের জনপ্রিয় ৬টি চ্যানেল

ফ্যাশন নিয়ে ডোন্ট কেয়ার ভাব দেখানোর আসলে কিছু নেই। সবাই ফ্যাশন সচেতন কাউকেই পছন্দ করে, হোক সে ছেলে বা মেয়ে। আবার শুধু ফ্যাশন সম্বন্ধে ধারণা রাখাও যথেষ্ট নয়। বিভিন্ন লাইফস্টাইল হ্যাক, ইন্টারন্যাশনাল ট্রেন্ড এবং এটিকেট নিয়েও জানার শেষ নেই। তাই মেনস ফ্যাশন এবং গ্রূমিং নিয়ে এরকম ৬টি ইউটিউব চ্যানেল নিয়েই এই আয়োজন।

১. Alpha M অ্যারন ম্যারিনো ইন্টারন্যাশনাল ফ্যাশন জগতের সেরাদের মধ্যে একজন। প্রায় ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা তার ইউটিউব চ্যানেলে গ্রূমিং এডভাইস এবং ইউজফুল ফ্যাশন টিপসসহ মেন্ লাইফ হ্যাক নিয়ে কয়েকশ ভিডিও আছে। তার ইউনিক প্রেজেন্টেশনের কারণে এই ইনফোরমেটিভ ভিডিওগুলোও উপভোগ করার মতো।

ইউটিউব লিংকে ভিজিট করতে ক্লিক করুন এখানে

 

২. Real Men Real Style – মেন্ স্টাইল এবং গ্রূমিং নিয়ে ঠিক যেমন হাই কোয়ালিটি কন্টেন্ট আপনি দেখতে চান তাই পাবেন রিয়্যাল মেন্ রিয়্যাল স্টাইল চ্যানেলে। এই চ্যানেলের প্রায় তিন শতাধিক ভিডিওর প্রত্যেকটিই খুব যত্ন সহকারে ডিটেইলড ইনফরমেশন দিয়ে বানানো।

ইউটিউব লিংকে ভিজিট করতে ক্লিক করুন এখানে

 

৩. The Modest Man – কেউই পারফেক্ট না এবং ছোট-বড় ইন্সিকিউরিটি মোটামুটি সবারই কাজ করে। এই বিষয়গুলো ছাড়াও ইন্টারন্যাশনাল স্টাইল ট্রেন্ড এবং টিপস নিয়ে বেশ কিছু মানসম্মত কন্টেন্ট আছে প্রায় তিন লাখেরও বেশি সাবস্ক্রাইবার থাকা এই চ্যানেলে।

ইউটিউব লিংকে ভিজিট করতে ক্লিক করুন এখানে

 

৪. Gentleman’s Gazette – প্রায় এক দশকেরও বেশি সময় ধরে জেন্টলম্যান্স গ্যাজেট রিফাইন্ড এবং সফিস্টিকেটেড মেন্ স্টাইলিং নিয়ে কাজ করে আসছে। বিভিন্ন হাই-এন্ড এক্সেসরিজ রিভিউ এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ফ্যাশন গাইড হিসেবেও এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বিভিন্ন প্র্যাকটিকাল সিচুয়েশন মাথায় রেখে বানানো।

ইউটিউব লিংকে ভিজিট করতে ক্লিক করুন এখানে

 

৫. Gent’s Lounge – মডার্ন মেন্ স্টাইলের উপর ফোকাস করে কনটেম্পোরেরি ফ্যাশন এডভাইস নিয়ে বানানো জেন্টস লাউঞ্জ এর প্রায় শতাধিক ভিডিও আছে।

ইউটিউব লিংকে ভিজিট করতে ক্লিক করুন এখানে

 

৬. The Adult Man – দ্য অ্যাডাল্ট ম্যান প্রায় বছরখানেক ধরে টপনচ ইউটিউব কন্টেন্ট তৈরি করে আসছে। বিভিন্ন প্রোডাক্ট রিভিউ, ফ্যাশন গাইড ছাড়াও লাইফ এডভাইস নিয়ে তাদের দারুন কিছু ভিডিও আছে।

ইউটিউব লিংকে ভিজিট করতে ক্লিক করুন এখানে

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

যে ৭টি কারণে ক্রাশ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

যে ১২টি লক্ষণ বলে দেয় আপনি একজন “চা”স্থেটিক