in , ,

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

Zee বাংলা বন্ধ থাকায় লুকিয়ে পাশের বাড়ির ড্রামা দেখতে গিয়ে হাতেনাতে ধরা খেলেন এক আন্টি

আজকে রাজধানীর অনভিজাত একটি এলাকায় লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে পাশের বাসার কাহিনী দেখতে গিয়ে হাতেনাতে ধরা খেয়েছেন ফুলি আন্টি। সম্প্রতি সরকার কর্তৃক জি বাংলাসহ জি নেটওয়ার্কের সকল চ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় দুইদিন (টানা ৪৮ ঘন্টা, ২৮৮০ মিনিট, ১৭২৮০০ সেকেন্ড) সিরিয়াল না দেখে ছিলেন ফুলি আন্টি। অবশেষে আর থাকতে না পেরে ড্রামা দেখার জন্য পাশের বাড়ির জানালা দিয়ে উঁকিঝুঁকি শুরু করে দেন তিনি। কিন্তু জানালায় উঁকিরত অবস্থায় চোর সন্দেহে ফুলি আন্টিকে হাতেনাতে ধরা হয়।
ধরা খাওয়ার পর ফুলি আন্টি বলেন, “ভাই, দুইদিন ধরে কোনো সিরিয়াল দেখি নাই। কোন কাজে মন বসতেসে না। জি বাংলাও নাই, জি টিভিও নাই, তাই পিঙ্কি ভাবির বাসায় একটু উঁকি দিসিলাম। তাকাইয়াই দেখি ক্লাইম্যাক্স পয়েন্ট, পিঙ্কি ভাবির জামাইয়ের সাথে লাগসে ঝগড়া। ভাবি বলে সে ইন্ডিয়া চলে যাবে জি বাংলা দেখার জন্য, আর ভাই বলে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন ফেলে কোথাও যাবে না। আমি দাড়াইয়া ঘটনা দেখা শুরু করলাম। খুব ভাল্লাগতেছিলো, কারণ একেই বলে জীবন মানে জি বাংলা! কিন্তু ধরা পইড়া গেছি। তয় আমার টাকা থাকলে আমিও ইন্ডিয়া চলে যাইতাম।”


এদিকে স্ত্রীর এমন কান্ডে লজ্জিত স্বামী মফিজ ব্যাপারির সাথে কথা বলতে গেলে প্রথমে রাজি না হলেও পরে মফিজ সাহেব বলেন, “আরে ভাই আর কি বলবো! মন মেজাজ এমনিতেই ভালো না। কালকে থেকে বাসায় রান্নাবান্না বন্ধ করে দিসে সিরিয়ালের শোকে, তার মধ্যে আজকে আবার এই ঘটনা ঘটায় বসছে। লজ্জায় বাসা থেকে বের হতে পারছি না।”
ফুলি আন্টিকে জানালায় উঁকি মারতে প্রথম দেখেন পিঙ্কি ভাবির ছেলে মদন। সাংবাদিকদের মদন জানান, “বাবা-মা বিদেশ যাওয়া নিয়ে ঝগড়া করতেসিলো, আমি আরো ভাবতেসিলাম এই সুযোগে একটা ইন্ডিয়া ট্রিপ দেওয়া হয়ে যাবে। এমন সময় দেখি জানালার বাইরে কে যেন উঁকি মারে, আমি ভাবলাম চোর। সাথে সাথে পোলাপাইন ডাইকা আনসি, আরো মানুষ জন আসছে, চোর ধরতে গিয়া দেখি ফুলি আন্টি জানালা দিয়া হাঁ কইরা ঘরের ভিতর তাকায় আছে।” এরপর কেউ কেউ আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও পিন্কি ভাবি ফুলি আন্টিকে মাফ করে দেন এবং দুইজন একসাথে জি বাংলা ফিরিয়ে আনার ব্যাপারে কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান। এসময় তিনি বলেন, “আমি ফুলি আন্টির দুঃখটা বুঝতে পারছি। নিজেদের মধ্যে কোন্দল না করে আমরা বৃহত্তর স্বার্থে কাজ করবো। জি বাংলা, জিটিভি সহ জি নেটওয়ার্কের সব গুলো চ্যানেল ফিরিয়ে আনার জন্য দরকার হলে আমরা রাস্তায় নামবো, কোর্টে যাবে, সিরিয়ালকে এদেশের টিভিতে আবার ফিরিয়ে আনবোই।”
ফুলি আন্টিও পিন্কি ভাবি দেশের সব সিরিয়াল প্রেমীদেরকে তাদের সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

What do you think?

Leave a Reply

Zee বাংলা বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশ জুড়ে ঘটতে পারে যে অদ্ভুত ১০টি ঘটনা

এবার থাপ্পড় দিয়ে হাতিকে কোমায় পাঠিয়ে দিলেন চিটাগাংয়ের রাজা হ জ ম হাসির উদ্দিন