in , ,

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা

রিয়াল মাদ্রিদ নয় অবশেষে মোহামেডানে যোগ দিচ্ছেন জিদান

রিয়াল মাদ্রিদ নয় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে যোগ দিয়েছেন জিদান। সাম্প্রতিক সময়ে জিদানের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার মিথ্যা খবর চাউর হলেও, জিদান কিন্তু আসলে যোগ দিয়েছেন মোহামেডানে। এ ব্যাপারে জিদানের কাছে জানার জন্য ফোন দেওয়া হলে তিনি কেটে আমাদের প্রতিবেদক কে কলব্যাক করে জিজ্ঞেস করেন “কে ভাই”?

তখন আমাদের প্রতিবেদক তার পরিচয় দিয়ে মোহামেডানে যোগ দেওয়ার বিষয়টির সত্যতা সম্পর্কে জানতে চাইলে জিদান বলেন “হ্যা আমি কোচ হিসেবে মোহামেডানে যোগ দিয়েছি কিন্তু আমার সম্পর্কে মানুষজন ফেক নিউজ ছড়াচ্ছে আমি নাকি রিয়াল মাদ্রিদে যোগ দিসি। এইটা কোন ধরনের কথা বলেন তো?”

পরে আমাদের প্রতিবেদক তার কাছে মোহামেডানে যোগ দেওয়ার কারন ও অনুভূতি জানতে চাইলে তিনি জানান “ভাই মোহামেডানে যোগ দেওয়া আমার সারাজীবনের স্বপ্ন এতদিন নিজেকে যোগ্য মনে করিনি বিধায় সাহস করে অ্যাপ্লাই করিনি। কিন্তু এখন নিজেকে যোগ্য মনে হওয়ায় মোহামেডান সভাপতিকে ফোন করে আমার ইচ্ছার কথা জানালে তিনি আমাকে বলেন “চইলা আসো জিদান প্যারা নাই তুমিই আমাদের কোচ এখন থেকে”। তাছাড়া ইউরোপের সুন্দর গোছানো মাঠে তো অনেক খেলাধুলা আর কোচিং করলাম এখন একটু বাংলার কাঁদামাটি ওয়ালা মাঠে গড়াগড়ি খাইতে চাই।”

এদিকে এমন সংবাদ শুনে রিয়াল মাদ্রিদ ফ্যান কমিটির সভাপতি পলাতক। কারণ জিদানের মিথ্যা সংবাদ বিশ্বাস করে তারা বার্সা ফ্যানদেরকে বিভিন্নভাবে “এবার তোদের দেখে নেবো শালারা!” টাইপ হুমকি দেয়া শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে জিদান এই সংবাদকে গুজব বলে উড়িয়ে দিলে দলবল সহ রিয়াল মাদ্রিদ ফ্যান কমিটি রাতের আঁধারেই গা ঢাকা দেন।

তবে মোহামেডান সভাপতিকে এ ব্যাপারে জানার জন্য ফোন দিলে তিনি ধরে বলেন- “আর বইলেন না ভাই! উনার ফোনের যন্ত্রনায় আমরা উনাকে নিতে বাধ্য হয়েছি। হ্যা, হ্যা, জিদান আমাদের কোচ হিসেবে যোগ দিয়েছে। আমরা আশাবাদী উনি মোহামেডানে যোগ দেওয়াতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর এমবাপ্পের মত খেলোয়াররা মোহামেডানে খেলতে আগ্রহী হবে, আর জিদানের কোচিং দক্ষতায় অচিরেই মোহামেডান চ্যাম্পিয়ন্স লীগে খেলে চ্যাম্পিয়ন হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন! মোহামেডান জিন্দাবাদ!”

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

নোয়াখালীকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষনা না করায় ফেসবুক বন্ধ করে দিয়েছিল নোয়াখাইল্যা আর্মি ফ্রন্ট

দাম বাড়ার কথা শুনে ব্যাংকে গ্যাস সিলিন্ডার জমা করার হিড়িক