কি অদ্ভুত ব্যাপার! ধরুন, আপনার জীবনে এমন একজন আছে, যিনি আপনার সবচেয়ে বড় শত্রু আবার সবচেয়ে কাছের বন্ধুও। ধরুন, মাঝেমধ্যেই যিনি আপনাকে বিপদে ফেলে দেয়, সেই তিনিই আবার বিভিন্ন সময়ে আপনাকে বিপদ থেকে রক্ষা করে। বলুন তো দেখি, এই চরিত্রটি আসলে কে? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা একজন বড় বোনের কথা বলছি। বড় বোন থাকা মানে, তার জীবন সত্যিই কানায় কানায় একদম আশীর্বাদে টুইটুম্বুর। কেন? তা জানতে এক্ষুনি দেখে ফেলুন এলবামে দেয়া ব্যাপারগুলো-
১. বোন হলো সবসময়ের জন্য নিজের পার্সোনাল স্টাইলিস্ট এবং ফ্যাশন উপদেষ্টা
via GIPHY
২. যতই ঝগড়া করা হোক না কেন, মেন্টাল সাপোর্টের জন্য সবসময় কাউকে কাছে পাওয়া যায়
via GIPHY
৩. বোন থাকা মানে, আব্বু-আম্মুর হাত থেকে রক্ষা করার একমাত্র সমাধান
via GIPHY
৪. “আপুও তো এটা করে” বলে আম্মু-আব্বুর কাছ থেকে নিজেকে পার করা
via GIPHY
৫. সুযোগ বুঝে পারফিউম, মেকআপ চুরি করা
via GIPHY
৬. দিন শেষে যখন সব বন্ধুরা বিদায় নেয়, তখন শুধুমাত্র বোনের সাথেই আড্ডা গল্প খুঁনসুটিতে মেতে ওঠা
via GIPHY
৭. নিজের কাপড়ের উপর বিরক্তি চলে আসলেও, বোনের সুন্দর সুন্দর কাপড়ের উপর হানা দেয়া যায়
via GIPHY
৮. বোন থাকা মানে, এক ঢিলে দুই পাখি। একই সাথে মা ও বন্ধু পাওয়া