in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা

একটি রিলেশনশিপে আরও যে ১০টি ব্যাপার দূরত্ব আনে

আমরা সবাই জানি কোন সম্পর্ক গড়ে উঠতে দুজনেরই প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হয়, তারপরেও অনেক অমিল বা সমস্যার কারণে একটা পর্যায়ে এসে অনেকের পক্ষে সম্পর্ক টিকিয়ে রাখাটা আর সম্ভব হয়ে উঠে না। তবে সবসময় যে শুধু প্রতারণা, মিথ্যা বা অভিনয়ই যেকোনো সম্পর্ক ভেঙ্গে যাওয়ার কারণ এমনটা নয়। এমন আরও অনেকগুলো কারণ রয়েছে যেগুলো মানুষের সম্পর্কে দূরত্ব আনে এবং যে টপিকগুলো নিয়ে আমরা খুব একটা জানিও না, আজ তাই সেগুলো জেনে নিন।

১. লং ডিস্টেন্স, শুনতে খারাপ লাগলেও লং ডিস্টেন্স রিলেশনশিপগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই নিজের ওয়ার্ক, সোশ্যাল এবং লাভ লাইভ মেইনটেইন করা কঠিন হয়ে যায়

via GIPHY

 

২. ইনকামের পার্থক্য। দুজনের আয়ের মধ্যে বড় ধরণের ফারাক থাকলে সেটির প্রভাব আস্তে আস্তে সম্পর্কেও পড়তে শুরু করে

via GIPHY

 

৩. বাংলাদেশিদের ক্ষেত্রে সম্পর্কে পরিবার ইনভলভ হয়ে গেলে সেটিও একটি বিশেষ ফ্যাক্টর হিসেবে কাজ করে

via GIPHY

 

৪. দুজনের লক্ষ্য দুইরকম থাকলে

via GIPHY

 

৫. কোন ব্যাপারে দুজনের মধ্যে মতের মিল না থাকলে, কারণ নিজেদের মধ্যে কথা বলার মতোই কিছু থাকে না সেক্ষেত্রে

via GIPHY

 

৬. ধর্মীয় কিংবা রাজনৈতিক আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকলে। বেশিরভাগ মানুষই এই ধরণের সমস্যা সমাধান করতে পারলেও অনেকে আবার পারেন না

via GIPHY

 

৭. নিজেদের মধ্যে বোঝাপড়া এবং একজন আরেকজনের প্রতি সম্মান না থাকলে

via GIPHY

 

৮. একজন আরেকজনকে পরিবর্তন করার চেষ্টা করলে

via GIPHY

 

৯. একজন যতই এফোর্ট দিক না কেন, অন্যপাশে আরেকজন কোন কিছুতেই খুশি না হলে

via GIPHY

 

১০. সাধারণ যেকোনো ভুল বোঝাবুঝি বা সমস্যা শুরুতেই সমাধানের জন্য কথা না বলে এড়িয়ে গেলে। কারণ পড়ে তা আরও বড় আকার ধারণ করে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

স্পয়লার ফ্রি রিভিউ: Shang-Chi and the Legend of the Ten Rings

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনার কথা কে দিনে একবার হলেও মনে করে