in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

যে ৮টি স্ট্রাগল লকডাউনে থাকা সব প্রেমিক/প্রেমিকারা রিলেট করতে পারবে

বাসায় এভাবে এতদিন লকডাউনে থাকা খুব একটা সহজ ব্যাপার না। তার উপর যদি আপনার কারও সাথে প্রেম থাকে, তাহলে দুঃখের সীমাই আলাদা। নিজের পার্টনারের সাথে শেষ কবে সামনাসামনি দেখা হয়েছিল হয়তো সেই হিসাবও প্রায় ভুলে যাচ্ছেন। তাই এই লকডাউনে প্রেমিক/প্রেমিকাদের যেসব স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা নিয়েই আজকের লিস্ট!

১. মনে হচ্ছে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু দুজনের দেখাই হচ্ছে না

via GIPHY

 

২. ঝগড়া হলে শুধু ফোনে কথা বলে বা টেক্সটে বুঝিয়ে তা মিটমাট করতে গিয়ে, বেশ কষ্ট হয়ে যাচ্ছে

via GIPHY

 

৩. যারা আগে লং ডিসটেন্স রিলেশনকে নিয়ে মজা নিত, তারা নিজেরাই এখন লং ডিসটেন্স রিলেশনশিপে থাকার স্বাদ পাচ্ছেন!

via GIPHY

 

৪. কোন বিশেষ দিন বা উপলক্ষ আসলেও, সেটা একসাথে সেলিব্রেট করা সম্ভব হচ্ছে না

via GIPHY

 

৫. ফোনে বা ভিডিও কলে কথা বলার অন্তিম মুহূর্তে লাইন কেটে গিয়ে মুডটাই নষ্ট করে দিচ্ছে!

via GIPHY

 

৬. মেঘলা সুন্দর ওয়েদারে যতই একসাথে বাইরে ঘুরতে ইচ্ছা করুক, একা বাসায় বসে থাকতে হচ্ছে

via GIPHY

 

৭. একজন আরেকজনকে বড়জোড় মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর তাতে মিস করার পরিমাণ যেন আরও বেড়ে যাচ্ছে

via GIPHY

 

৮. সারাদিন এক্টিভিটি কমে যাওয়ায়, কথা বলার টপিক সংকটে পড়তে হচ্ছে!

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

Quiz: কুইজ খেলে প্রমান করুন হুমায়ূন আহমেদের উক্তি সম্পর্কে আপনি কতটুকু জানেন

এই কোয়ারেন্টিনে সুস্থ থাকতে ঘরেই যে ৮টি ব্যায়াম করতে পারেন