in , ,

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

Avengers: Endgame এর টিকেট এর জন্য বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স থেকে মিরপুর পর্যন্ত লম্বা লাইন 

আজ সকাল থেকে Avengers Endgame এর টিকেট বিক্রি হওয়ার সংবাদে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স থেকে মিরপুর পর্যন্ত তৈরি হয়েছে এক বিশাল লাইন। টিকেট বিক্রি ৯.৩০ থেকে শুরু হওয়ার কথা থাকলেও মানুষজন মধ্যরাত থেকেই কাথা বালিশ কম্বল যার যা সম্বল তা নিয়ে  লাইনে কেউ দাঁড়িয়ে কেউ বসে আবার কেউ শুয়েও পড়ে। টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা আমাদের প্রতিবেদক তার সামনের জনের কাছ থেকে এত সকালে লাইনে দাড়ানোর কারন জানতে চাইলে সে বলে- ”ভাই ইনফিনিটি ওয়ারের সময় প্রথম শোয়ের টিকেট নিতে পারি নাই, আপনার ভাবি ৬ মাস তরকারিতে বেশি লবন দিয়া রান্না কইরা খাওয়াইসে। এইবার তাই আর রিস্ক নিতেসি না, আগে ভাগেই মধ্যে রাত থেকে লাইনে দাড়ায়া গেসি।”

এতো বড় লাইন নাকি নাসার স্যাটেলাইট থেকেও দেখা যাচ্ছে বলে দাবি করেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের দায়িত্বরত এক মহাকাশ বিজ্ঞানী। তিনি জানান- “ভাই আজকে ঘুম থেকে উইঠা কফি খাইতে জানালার পাশে গিয়ে দেখি বিশাল একটা লাইন। প্রথমে আমি ভাবছিলাম এইটা অন্যকিছু এখন দেখি এইটা সিনেমার টিকেটের লাইন” 

এদিকে টিকেটের লম্বা লাইন ইউনাইটেড স্টেটস অফ মিরপুর পর্যন্ত পৌঁছে যাওয়ার কারন অনুসন্ধানে জানা যায় যে লাইনে দাঁড়ানো অধিকাংশ মানুষই ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের বাসিন্দা হওয়ার কারনে তারা লাইনের দিক যেভাবেই হোক মিরপুরের দিকে ঘুরিয়ে দিয়েছে এবং লাইনের মাঝে মাঝে মিরপুরের লোকজন ঢুকিয়ে দিচ্ছে। এ নিয়ে ঢাকার সাথে মিরপুরবাসীদের চলছে চরম উত্তেজনা। মিরপুরের এক বাসিন্দা বলেন “খালি সব কিছুতে মিরপুর নিয়া ট্রল আজ খেলা হবে, ঢাকার মানুষজনের আজ Endgame করে দিমু”

তবে এতো বড় লাইন দেখে সারাবিশ্বে নানান রকম আলোচনা হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের মার্ভেল লাভাররাও চিন্তা করছে কি করে এর চেয়েও বড় লাইন করে রেকর্ড ভাঙা যায় তা নিয়ে। কিন্তু লাইনে থাকা কয়েকজনকে বলতে শোনা গেছে- “আমরা রেকর্ড করেছি, এই সম্মান দেশের জন্য। দেশের জন্য এমন মহৎ কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত বোধ করছি!”

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।


আরও পড়ুন –

 

 

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Exclusive Interview: থ্যানোসের স্ন্যাপ থেকে বাঁচতে মিরপুরের ধুলার মধ্যে আশ্রয় নিয়েছিলেন Hawkeye

প্রচন্ড গরমে ফ্রি এসির বাতাস পেতে বসুন্ধরায় দুস্থ মানুষের ভীড়