in

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

যে ৭টি কারণে সম্পর্কে Space থাকাটা ভীষণ জরুরি

সারাক্ষণ একসাথে থাকলে সম্পর্কে এক ধরণের একঘেয়েমিপনা চলে আসাটা অস্বাভাবিক কিছু নয়, যেটি কিনা পরবর্তীতে নিজেদের মধ্যে ঝামেলার কারণ হিসেবে রূপ নিতে পারে। তাই সবারই উচিত সম্পর্ক যতটাই গভীর হোক না কেন, মাঝেমধ্যে সেখান থেকে নিজেদের জন্য Space তৈরি করে নেওয়া, যেটি মোটেও অন্যায় বা খারাপ কিছু নয়, বরং এই ধরনের চর্চা আপনার জীবন এবং সম্পর্ককে অনেক বেশি সহজ করে তুলবে

১. নিজের সাথে একদম নিজের মত করে খুশি থাকা

via GIPHY

 

২. দূরত্বই গুরুত্বকে বাড়িয়ে তোলে

via GIPHY

 

৩. প্রেম ভালোবাসা মানেই, একে অন্যের সাথে লেগে থাকা নয়, একটু Space স্বকীয়তা বৃদ্ধির জন্য়েও জরুরি

via GIPHY

 

৪. জীবনে আরো মানুষও রয়েছে, তাদের সাথে সময় কাটানো যায়

via GIPHY

 

৫. সবসময় বেশি কাছে থাকাটা অনেক ক্ষেত্রে বেশি ঝামেলা তৈরির কারণ হয়ে দাঁড়ায়

via GIPHY

 

৬. সম্পর্কের একঘেয়েমিপনা দূর হয়

via GIPHY

 

৭. “আমরা”-তে এফোর্ট দিতে গিয়ে অনেক সময় “আমি”- কে ভুলে যায় অনেকেই, সেই ‘আমি’কে ফিরিয়ে আনা যায়

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ৭ ধরণের রিকশা প্যাসেঞ্জারদের আমরা সবাই চিনি

যে ৭ ধরণের সুখের জন্য পয়সা লাগে না