in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

ছোট ভাই/বোনেরা যে ৭টি কারণে বকা খাওয়া থেকে বেঁচে যায়

ছোট ভাইবোনেরা দুষ্টামি করবে, আপনার পছন্দের জিনিস নষ্ট করবে কিংবা ভেঙে ফেলবে- এসবই খুব নর্মাল ব্যাপার। কিন্তু যে বিষয়টা নর্মাল না সেটা হলো, তাদেরকে ইচ্ছামতো বকুনি দিতে না পারা! দেখা যায় যে, তাদের উপর প্রচণ্ড মেজাজ খারাপ থাকা সত্বেও, মনের খায়েশ মিটিয়ে একটা ধমকও দেওয়া হয়ে উঠে না

১. Cuteness – ভীষণ রেগে গেলেও, ওদের কিউট চেহারা দেখে আর বকাঝকা করতে মন চায় না

via GIPHY

 

২. Overreaction – সামান্য ধমক দিলেও ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বাড়ি মাথায় তুলে ফেলে

via GIPHY

 

৩. Parents Shelter – ভুল করার পর এক দৌড় দিয়ে আব্বু-আম্মুর কাছে আশ্রয় নেয়

via GIPHY

 

৪. Immaturity – ওদের বয়স কম, ভুলত্রুটি তো করবেই – এই চিন্তা থেকেই আর রাগারাগি করা হয় না

via GIPHY

 

৫. Apology – অনেকে ভুল করার সাথে সাথেই কিংবা সময় নিয়ে একদম মন থেকে “স‍্যরি” বলে। তখন কি আর কিছু বলা যায়?

via GIPHY

 

৬. Pointless – কিছু কিছু ব্যাপারে ধমক দিয়েও আসলে লাভ নেই, ছোট মানুষেরা ওইটুকু দুষ্টামি করবেই

via GIPHY

 

৭. Affection – আর যাই হোক, ভাই/বোনটা তো নিজেরই! এই ভালোবাসা থেকেই বেশি বকাঝকা করা হয়ে উঠে না

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

যে লক্ষণগুলো প্রমাণ করে আপনি আসলে অতটাও “Single” না

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনি আর আপনার পার্টনার কোন খাবারের কম্বিনেশনের মত made for each other