in

ভাল্লাগসেভাল্লাগসে

যে কয়েক ধরনের বন্ধু আমাদের সবার জীবনেই দরকার

জীবনে বন্ধু থাকাটা এক ধরনের আশীর্বাদের মত, আপনার জীবনে আপনি মন খুলে কথা বলার মত একজন বন্ধু পেয়েছেন মানে আপনার জীবন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আজকে জেনে নিন আমাদের জীবনকে এভাবেই আরো সহজ করে দেওয়ার জন্য ঠিক কি কি ধরনের বন্ধু আমাদের সবার জীবনেই থাকা অত্যাবশ্যক

১. পার্সোনাল মোটিভেশনাল স্পিকার – যারা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে সোলাইমান সুখনের থেকেও বেশি মোটিভেট করতে পারবে

via GIPHY

 

২. The practical one – আপনি আকাশে উড়তে থাকলে যারা আপনাকে মাটিতে নামিয়ে এনে বাস্তবতা দেখাবে

via GIPHY

 

৩. শ্রোতাবন্ধু – যাদের আপনি রাত ৩টা হলেও ফোন করে মনের সব কথা অনায়াসে বলতে পারেন

via GIPHY

 

৪. ফ্যাশন পুলিশ – যাদের ফ্যাশন সেন্স ভালো এবং তারা আপনার ফ্যাশন সেন্সও ভালো করে দিবে

via GIPHY

 

৫. কুক – এরা আপনার জীবনে থাকলে আপনি হোস্টেল লাইফেও ভালো খাবার-দাবারের অভাবে থাকবেন না

via GIPHY

 

৬. অ্যাডভেঞ্চারপ্রেমী – আপনার জীবনে এদের থাকার অর্থ হচ্ছে, আপনার লাইফে কখনো অ্যাডভেঞ্চারের অভাব হবে না

via GIPHY

 

৭. সত্যবাদী – ভালো বন্ধুরা আপনাকে খুশি করবে, কিন্তু প্রকৃত বন্ধুরা মুখের উপর সত্য বলে দিবে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যেসব কারণে গরমের মধ্যেও অনেকে গরম জামা-কাপড় পরে

যেভাবে বুঝবেন আপনার কাছের কেউ Toxic পরিবেশে বড় হয়েছে