in ,

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম

মাইক্রোওয়েভ ওভেনের যে ১০ টি ব্যবহার আপনি এখনো জানেন না!

যতবারই আপনি কোনো মাইক্রোওয়েভ ওভেনের দিকে তাকান ততবারই আপনার মনে যে জিনিসটি উদয় হয় তা হলো- এটি একটি খাবার গরম/বেকিং করার যন্ত্র। কিন্তু আপনি কি জানেন? মাইক্রোওয়েভ ওভেনের রয়েছে আরও নানামুখী ব্যবহার। রসুনের খোঁসা ছাড়ানো থেকে শুরু করে খুব সহজেই লেবুর রস বের করা কিংবা পেঁয়াজের যন্ত্রনায় চোঁখে পানি থেকে বাঁচতে এবং নিস্তেজ হয়ে যাওয়া সবজি সতেজ করতে আপনি ব্যবহার করতে পারেন মাইক্রোওয়েভ ওভেন।

 

১. রসুনের কোয়া ছাড়াতে সমস্যা?
কোয়াগূলো আলাদা করে ১৫ সেকেন্ড ওভেনে গরম করে খোসা ছাড়িয়ে নিন

 

২.বাসি পাউরুটি শক্ত হয়ে গিয়েছে ?
হালকা ভেজা টিস্যুতে জড়িয়ে ২০ সেকেন্ড গরম করে নিন, খেলেই তফাৎ টা বুঝতে পারবেন

 

৩.লেবুর সমস্ত রস বের করতে চান ?
লেবু কাটার আগে অন্তত ১০ সেকেন্ড গরম করে দেখুন, সমস্ত রস সহজেই বেরিয়ে আসবে

 

৪.সবজির খোসা দ্রুত ছাড়াতে চান ?
মাইক্রোওয়েভে লো পাওয়ার ২/৩ মিনিট গরম করে নিয়ে তারপর খোসা ছাড়ান

 

৫.মধু জমে শক্ত হয়ে গিয়েছে?
কৌটার ঢাকনা খুলে ৩০-৪০ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করে নিন, মধু পাতলা হয়ে যাবে

 

৬.ডাল / ছোলা ভিজিয়ে রাখতে ভুলে গেছেন?
পানিতে ডাল / ছোলা নিয়ে ১২-১৫ মিনিট গরম করে ১ ঘন্টা রেখে ঠান্ডা করে নিন, কাজ হয়ে যাবে

 

৭. ওভেনে বাদাম টোস্ট খেয়েছেন কখনো ?
সামান্য তেলে মিশিয়ে ১ মিনিট ধরে টোস্ট করে বাদাম খেয়ে ফেলুন

 

৮. বাসি শাক-সবজি নিস্তেজ হয়ে গেছে?
১০ সেকেন্ড মাইক্রোওভেনে গরম করে নিন, তাজা হয়ে যাবে

 

৯. পেঁয়াজ কাটলে চোখে পানি আসে ?
কাটার আগে ৩০ সেকেন্ড ওভেনে গরম করে নিন, আর ভিজবে না

 

১০. চিপস্ / পাপড় নরম হয়ে গেছে ?
টিসুতে জড়িয়ে ৩০ সেকেন্ড গরম করে নিন, চিপস্ মুচমুচে হয়ে যাবে

What do you think?

Leave a Reply

সন্তানের কাছে বাংলাদেশী বাবা-মায়ের যত চাওয়া

সামার ভেকেশন: তখন VS এখন!